‘‘সন্তানকে সব সময় দিতে চাই’’-তাহলে কি বাবা হচ্ছেন বিরাট
Last Updated:
বিরুষ্কা নিজের নিজের পেশাগত জীবনে দারুণ ব্যস্ত ৷ কিন্তু যখনই সময় পাচ্ছেন তখনই ছোট্ট ছুটির বন্ধনে ধরা দিচ্ছেন সেলিব্রিট ‘কাপল‘৷ কাটিয়ে নিচ্ছেন নিজেদের ‘উই টাইম’
#মুম্বই : গত বছরের শেষে ইতালিতে গিয়ে স্বপ্নের বিয়ে সেরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ টাস্কানি প্রদেশে গত ডিসেম্বরে যে বিয়েটা সারতে গিয়েছিলেন তা কোনও রূপকথার চেয়ে কম নয় ৷
বিরুষ্কা নিজের নিজের পেশাগত জীবনে দারুণ ব্যস্ত ৷ কিন্তু যখনই সময় পাচ্ছেন তখনই ছোট্ট ছুটির বন্ধনে ধরা দিচ্ছেন সেলিব্রিট ‘কাপল‘৷ কাটিয়ে নিচ্ছেন নিজেদের ‘উই টাইম’ ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটের বাইরের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন ক্যাপ্টেন কোহলি ৷
বিরাট সবসময়েই তাঁর জীবনে অনুষ্কার উপস্থিতি নিয়ে দারুণ খুশি ও গর্বিত ৷ তিনি এও জানিয়েছেন ঠিক কীভাবে তাঁর জীবনকে একটু একটু করে বদলে দিয়েছেন অনুষ্কা ৷ বিরাট জানিয়েছেন অনুষ্কা খুবই ধার্মিক ৷ তাই আস্তে আস্তে তিনিও ধর্ম-কর্মে মন দিচ্ছেন ৷ যার প্রভাবও নিজের জীবনে বুঝতে পারছেন তিনি ৷
advertisement
advertisement
শুধু এটকুই নয় , অনুষ্কা ও তাঁর ভবিষ্যত প্ল্যানিং নিয়েও মুখ খুলেছেন বিরাট ৷ বিরাটের চরিত্রের বৈশিষ্ট্যই এটা ৷ তিনি তাঁর জীবনযাপন নিয়েও খুবই ওপেন ৷ অনুষ্কা শর্মা –র সঙ্গে প্রেমের সময়েও লুকোছাপা করেননি ৷ এবার সন্তান পরিকল্পনা নিয়েও নিজের মত জানালেন ৷ সন্তান নিয়ে তিনি অবশ্য অনুষ্কাকে শর্ত দিয়েছেন ৷
advertisement
তিনি বলেছেন, ‘‘আমার একটা জীবন রয়েছে , আমার পরিবার আছে ৷ আমাদের সন্তানও হবে ৷ আমার মনের খুব কাছে থাকবে এই বিষয়গুলি ৷ আমাদের হৃদয়ের কাছের হবে সে ৷ আমার সব সময় তার হবে ৷ আমি চাইনা আমার কেরিয়ারের কোনও অংশ তাঁর সামনে আসুক , আমার বাড়িতে আমার পেশাদার জীবন সামনে আসুক চাইনা ৷ আমার ট্রফি, অ্যাচিভমেন্ট কিছুই দেখাতে চাইনা ৷ ’’
advertisement
অনুষ্কা শর্মার কথাতেই তিনি চলেন সেটাও বারংবার পরিষ্কার করে দিয়েছেন বিরাট কোহলি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2018 4:20 PM IST