দীনেশ কার্তিকের নজরে শুধুই জয়, প্লে অফের টিকিট জোগাড়ে মরিয়া নাইটরা
Last Updated:
#হায়দরাবাদ : পরপর জয় ৷ আত্মবিশ্বাস চনমনে কেকেআরের ৷ তবে অত্যধিক আত্মবিশ্বাসে ভেসে পা হড়কাতে রাজি নন দীনেশ কার্তিক ৷
দু‘বারের চ্যাম্পিয়ন কেকেআর তাই নতুন অধিনায়কের নেতৃত্বে এখন ফোকাসড ৷ সানরাইজার্স সবচেয়ে আগে প্লে অফ বার্থ নিশ্চিত করার ঠিক পরেই খানিকটা বর্ণহীণ হয়ে পড়েছে ৷ এমনকি বৃহস্পতিবার আরসিবি-র বিরুদ্ধেও হেরেছে তারা ৷
তবুও দীনেশ কার্তিক জানেন হায়দরাবাদ দলে ভুবনেশ্বর কুমার, রশিদ খান, শিখর ধাওয়ান , কেন উইলিয়ামসনরা নিজেদের দিনে একাই ম্যাচ বার করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন ৷
advertisement
advertisement
আরসিবি ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়ে আইপিএলের ইতিহাসে নতুন নজির তৈরি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার বাসিল থাম্পি ৷ এর আগে আইপিএলে সবচেয়ে খরুচে বোলারের তকমা বয়ে বেরিয়েছেন ইশান্ত শর্মা ৷ সেটা এখন গেছে বাসিল থাম্পির কাঁধে ৷
এদিকে রাজস্থান রয়্যালেসর বিরুদ্ধে ম্যাচ কুলদীপ যেভাবে নিজের স্পিনের জাদু খুঁজে পেয়েছেন তা নিঃসন্দেহে নাইটদের অস্ত্র ভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে ৷
advertisement
ক্রিস লিন, সুনীল নারিনরা ফর্মের মধ্যেই আছেন ৷ অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাট ধারাবাহিকভাবে ভরসা যোগাচ্ছে দলকে ৷ কেকেআরের শুধু একটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছে , সেটা হল রবিন উথাপ্পার ব্যাটিংয়ের বর্ণহীণতা ৷ এই ধামাকা ব্যাটসম্যান ফর্মে ফিরুন সেই আশায় চেয়ে আছে নাইট থিঙ্ক ট্যাঙ্ক ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 2:33 PM IST