সরে দাঁড়ালেন স্মিথ, রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক রাহানে
Last Updated:
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে আর রাজস্থান রয়্যালসের রিমোট কন্ট্রোল হাতে দেখা যাবে না।
#জয়পুর: বল বিকৃতির দায় এখন বিপর্যস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ স্টিভ স্মিথ , ডেভিড ওয়ার্নারদের ভবিষ্যৎ কী হবে ? তা এখনও নিশ্চিত নয় ৷ তাঁরা আরও কড়া শাস্তির মুখে পড়বেন কী না, তা ভবিষ্যতই বলবে ৷ তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যা-ই সিদ্ধান্ত নিক না কেন , আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কের ভূমিকায় আর দেখা যাবে না স্টিভ স্মিথকে ৷ রাজস্থানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন অজি অধিনায়ক ৷
স্মিথের জায়গায় আসন্ন আইপিএল-এ রয়্যালসের নেতৃত্ব দিতে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল বিকৃতির বিষয়টা অস্ট্রেলিয়া অধিনায়ক স্বীকার করে নেওয়ার পরেই এক ম্যাচ নির্বাসন হয়েছে স্মিথের ৷ এরপরেই তিনি রাজস্থানের অধিনায়ক থাকবেন কী না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ অবশেষে সেই দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিলেন স্মিথ ৷ দু’বছরের নির্বাসন কাটিয়ে উঠে এবছর আবার আইপিএলে খেলবে রাজস্থান রয়্যালস ৷ টুর্নামেন্ট শুরুর মাত্র ক’দিন আগে অধিনায়কের পদ থেকে স্মিথের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যে দলের জন্য মোটেই ভাল খবর নয়, সেটা বলা বাহুল্য ৷
advertisement
Rajasthan Royals appoint @ajinkyarahane88 as the captain for #IPL2018
“The game is bigger than any individual and we hold this thought close to our heart.”- Manoj Badale , the co-owner of Rajasthan Royals Read more: https://t.co/qBQbgUFb2u pic.twitter.com/iy3sMVWlc1 — Rajasthan Royals (@rajasthanroyals) March 26, 2018
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 4:37 PM IST