হায়দরাবাদ স্টেডিয়ামে মশার উপদ্রবে নাজেহাল মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা

Last Updated:

রাজীব গান্ধি স্টেডিয়ামে অনুশীলনে নেমে একটা অদ্ভূত সমস্যায় পড়েছিলেন রোহিতরা ৷

#হায়দরাবাদ: উপ্পলের মাঠে আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দেওয়ার পর এখন টগবগ করে ফুটছে সানরাইজার্স ৷ আজ আরও একটা হোম ম্যাচ খেলতে নামছেন শিখর ধাওয়ানরা ৷ গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এদিনের ম্যাচে তাই হাড্ডাহাড্ডির লড়াই আশা করা হচ্ছে ৷
অন্যদিকে প্রথম ম্যাচ হারার পর আজকের ম্যাচ জিততে মরিয়া মুম্বই ৷ কিন্তু রাজীব গান্ধি স্টেডিয়ামে অনুশীলনে নেমে একটা অদ্ভূত সমস্যায় পড়েছিলেন রোহিতরা ৷ সেটা হল মশার উপদ্রব ৷ মশার অত্যাচারে রীতিমতো পালানোর অবস্থা হয়েছিল নীতা আম্বানির দলের ৷
advertisement
advertisement
শুধু মাঠেই নয় উপ্পলের স্টেডিয়ামের ড্রেসিংরুমেও প্রচুর মশা ধরা পড়েছে ৷ সেই দৃশ্য দেখে অবাক হয়ে যান মুম্বইয়ের ক্রিকেটাররা ৷ কোথায় বসবেন ক্রিকেটাররা ৷ যেদিকেই যান না কেন মশায় ভর্তি ! কয়েকটা মশা মারার র‌্যাকেটের ব্যবস্থাও করা হয় ৷ তা নিয়ে নিজেরাই শেষপর্যন্ত মশা মারতে নেমে পড়েন মুম্বই ক্রিকেটাররা ৷ মশা থেকে বাঁচতে ব্যবহার করা হচ্ছে মসকিউটো রেপেলেন্ট ক্রিমও  ৷
advertisement
সারা দেশজুড়ে মশাবাহিত রোগের উপদ্রব বাড়ছে ৷ হায়দরাবাদের মাঠে এমন মশার উপদ্রব দেখে স্বভাবতই আতঙ্কিত ক্রিকেটাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হায়দরাবাদ স্টেডিয়ামে মশার উপদ্রবে নাজেহাল মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement