নাইটরা প্লে অফে ওঠার পর শাহরুখ খানকে টুইট করে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Last Updated:
প্লে অফে কোয়ালিফাই করার পর টিম মালিক শাহরুখ খানকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
#কলকাতা: অনেক লড়াইয়ের পর অবশেষে প্লে অফে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ৷ সানরাইজার্স হায়দরাবাদকে উপ্পলে হারিয়েই প্লে অফে ওঠে নাইটরা ৷ ওই ম্যাচ জেতার পরেই ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেন কার্তিকরা ৷ প্লে অফে কোয়ালিফাই করার পর টিম মালিক শাহরুখ খানকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
সানরাইজার্সকে হারিয়ে কেকেআর প্লে অফে ওঠার পর মুখ্যমন্ত্রীর টুইট- ‘‘ওয়েল ডান কেকেআর ও শাহরুখ খান। প্লে অফে ওঠার জন্য শুভেচ্ছা।’’
advertisement
Well done @KKRiders for qualifying for play offs. Well done @iamsrk ShahRukh
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2018
advertisement
প্লে অফে ওঠার পথ একেবারেই সহজ ছিল না কেকেআরের ৷ শনিবার হায়দরাবাদের কাছে কার্তিকরা হেরে গেলে নেট রান রেটের অঙ্ক সামনে চলে আসত ৷ সেক্ষেত্রে প্লে অফে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ত নাইটদের ৷ তবে লিগ টেবলে শীর্ষে থাকা সানরাইজার্সকে হারিয়েই প্লে অফ পাকা করে কেকেআর ৷ ১৭৩ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় কার্তিক ব্রিগেড ৷
advertisement
আইপিএলে এর আগে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল ৷ দু’বারই নাইটদের জয়োৎসব পালন হয়েছে ইডেনে ৷ শহরের রাস্তায় ক্রিকেটারদের নিয়ে ট্যাবলোও বেরিয়েছে ৷ এবছর কার্তিকরা চ্যাম্পিয়ন হলেও রাজ্য সরকারের উদ্যোগে একই রকম বিজয়োৎসব পালন হতে পারে কলকাতায় বলে মনে করা হচ্ছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 3:50 PM IST