পুণের মাঠেও ধোনির ফ্যান মাঠে নেমে যা কাণ্ড ঘটালেন ! দেখে নিন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

বিরাট জমানাতেও ধোনি ভক্তদের সংখ্যা নিতান্তই কম নয় ৷

#পুণে: টেস্ট ক্রিকেট থেকে তিনি অনেকদিন হল অবসর নিয়েছেন ৷ ভারত অধিনায়কের পদেও তিনি আর নেই ৷ কিন্তু ফ্যান ফলোয়ারের সংখ্যায় তাঁর এখনও কোনও কমতি নেই ৷ বিরাট জমানাতেও ধোনি ভক্তদের সংখ্যা নিতান্তই কম নয় ৷ তাঁরা ছড়িয়ে রয়েছেন দেশ-বিদেশের সর্বত্রই ৷ শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার দিন ধোনি হয়তো রান পাননি ৷ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান শ্যেন ওয়াটসন ৷ কিন্তু ধোনির এক ফ্যান মাঠে নেমে যা করলেন সেটাই দিনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে দাঁড়াল ৷
মাঠে নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি থাকা সত্ত্বেও নিজেকে আটকাতে পারেননি ধোনির ওই ফ্যান ৷ নেমে পড়েছিলেন সোজা মাঠেই ৷ আর গিয়েই সোজা মাহিকে প্রণাম করে বসলেন তিনি ৷ এমন ঘটনা অবশ্য প্রথম নয় ৷ এর আগেও মাঠে নেমে বা মাঠের বাইরে মাহির অনেক ফ্যানকেই এমন কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে ৷ সুরেশ রায়নার উইকেট পড়তেই শুক্রবার ব্যাট করতে নামেন ধোনি ৷ ঠিক সে সময়েই আর দেরি না করে মাঠে ঢুকে পড়েন ওই ফ্যান ৷ প্রিয় ক্রিকেটারের পা ছুঁতে পেরে স্বভাবতই তাঁর চোখেমুখে তৃপ্তি ধরা পড়েছে ৷ সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
কাবেরী ইস্যুতে এবছর চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচগুলি চিপক থেকে সরে গিয়েছে পুণেতে ৷ ঘরের মাঠে খেলতে না পারলেও পুণেতে এসে খুশি মাহি ৷ তিনি বলেন, ‘‘ আমি পুণের হয়ে আগে খেলেছি ৷ এখানকার দর্শকদের সমর্থন আমি সবসময়েই পেয়েছি ৷ এবছর হয়তো চেন্নাই সুপার কিংসে খেলছি , ‘পুণে সুপার কিংস’ নয় ৷ কিন্তু আমি জানি টুর্নামেন্ট যত গড়াবে পুণেতে আমাদের সমর্থকদের সংখ্যাও তত বাড়বে ৷ ’’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পুণের মাঠেও ধোনির ফ্যান মাঠে নেমে যা কাণ্ড ঘটালেন ! দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement