পুণের মাঠেও ধোনির ফ্যান মাঠে নেমে যা কাণ্ড ঘটালেন ! দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Last Updated:
বিরাট জমানাতেও ধোনি ভক্তদের সংখ্যা নিতান্তই কম নয় ৷
#পুণে: টেস্ট ক্রিকেট থেকে তিনি অনেকদিন হল অবসর নিয়েছেন ৷ ভারত অধিনায়কের পদেও তিনি আর নেই ৷ কিন্তু ফ্যান ফলোয়ারের সংখ্যায় তাঁর এখনও কোনও কমতি নেই ৷ বিরাট জমানাতেও ধোনি ভক্তদের সংখ্যা নিতান্তই কম নয় ৷ তাঁরা ছড়িয়ে রয়েছেন দেশ-বিদেশের সর্বত্রই ৷ শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার দিন ধোনি হয়তো রান পাননি ৷ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান শ্যেন ওয়াটসন ৷ কিন্তু ধোনির এক ফ্যান মাঠে নেমে যা করলেন সেটাই দিনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে দাঁড়াল ৷
মাঠে নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি থাকা সত্ত্বেও নিজেকে আটকাতে পারেননি ধোনির ওই ফ্যান ৷ নেমে পড়েছিলেন সোজা মাঠেই ৷ আর গিয়েই সোজা মাহিকে প্রণাম করে বসলেন তিনি ৷ এমন ঘটনা অবশ্য প্রথম নয় ৷ এর আগেও মাঠে নেমে বা মাঠের বাইরে মাহির অনেক ফ্যানকেই এমন কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে ৷ সুরেশ রায়নার উইকেট পড়তেই শুক্রবার ব্যাট করতে নামেন ধোনি ৷ ঠিক সে সময়েই আর দেরি না করে মাঠে ঢুকে পড়েন ওই ফ্যান ৷ প্রিয় ক্রিকেটারের পা ছুঁতে পেরে স্বভাবতই তাঁর চোখেমুখে তৃপ্তি ধরা পড়েছে ৷ সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
কাবেরী ইস্যুতে এবছর চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচগুলি চিপক থেকে সরে গিয়েছে পুণেতে ৷ ঘরের মাঠে খেলতে না পারলেও পুণেতে এসে খুশি মাহি ৷ তিনি বলেন, ‘‘ আমি পুণের হয়ে আগে খেলেছি ৷ এখানকার দর্শকদের সমর্থন আমি সবসময়েই পেয়েছি ৷ এবছর হয়তো চেন্নাই সুপার কিংসে খেলছি , ‘পুণে সুপার কিংস’ নয় ৷ কিন্তু আমি জানি টুর্নামেন্ট যত গড়াবে পুণেতে আমাদের সমর্থকদের সংখ্যাও তত বাড়বে ৷ ’’
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2018 10:49 AM IST