Indian Women Cricket team: ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল, এশিয়াডে দ্বিতীয় সোনা ভারতের ঝুলিতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Women Cricket team won Gold medal in Asian Games 2023 after defeat Sri Lanak by 19 runs: এক দিনে এশিয়ান গেনসে জোড়া সোনা ভারতের ঝুলিতে। সকালে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টের পর বেলা গড়াতে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাসের পাতায় নাম লেখালেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, তিতাস সাঁধুরা।
এক দিনে এশিয়ান গেমসে জোড়া সোনা ভারতের ঝুলিতে। সকালে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টের পর বেলা গড়াতেই সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাসের পাতায় নাম লেখালেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, তিতাস সাঁধুরা। কমনওয়েলথ গেমসে যে আক্ষোপটা থেকে গিয়েছিল তা মিটল এশিয়ান গেমসে। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কউর। তবে ব্যাটিংয়ে খুব একটা আহামরি রান করতে পারেনি ভারত। স্লো উইকেটে স্মৃতি মন্ধনা ও জেমাইমা রড্রিগেজ ছাড়া দুই অঙ্কের রানে পৌছতে পারেনি কোনও ভারতীয় ব্যাটার। স্মৃিত মন্ধানা ৪৬ ও জেমাইমা রড্রিগেজ ৪২ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
advertisement
১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তিতাস সাঁধু, রাজেস্বরী গায়কোয়াড়, দীপ্তি শর্মা পুজা বস্ত্রাকরদের বোলিং অ্যাটাকের সামনে খুব একটা খাপ খুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। মাঝে হাসিনি পেরেরা ২৫, নীলাক্ষী ডি সিলভা ২৩, ওশাডি রানাসিঙ্ঘে ১৯ রানের ইনিংস খেলে লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
advertisement
advertisement
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানে শেষে হয় শ্রীলঙ্কার ইনিংস। ফাইনালে দুরন্ত বোলিং করেন বাংলার পেসার তিতাস সাঁধু। একাই ৩টি উইকেট নেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন রাজেস্বরী গায়কোয়াড়। একটি রে উইকেট নেন দীপ্তি শর্মা, পুজা বস্ত্রাকর ও দেবিকা বৈদ্য। ১৯ রানের ম্যাচ জিতে সোনা জয় নিশ্চিৎ করে হরমনপ্রীত কউরের দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 3:06 PM IST