জয় শাহর হস্তক্ষেপে মুখে হাসি ফুটল প্রতিকা রাওয়ালের, পেলেন বিশ্বকাপ জয়ের মেডেল

Last Updated:

Pratika Rawal: পুরো বিশ্বকাপ ভাল খেললেও চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার প্রতিকা রাওয়াল।

News18
News18
পুরো বিশ্বকাপ ভাল খেললেও চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার প্রতিকা রাওয়াল। সেমিফাইনাল ও ফাইনাল মা খেলায় প্রতিকা চ্যাম্পিয়ন দলের মেডেল পাবে কিনা তা নিয়ে চলছিল জল্পনা। কিন্তু অবশেষে স্বস্তি পেলেন প্রতিকা। আইসিসি চেয়ারম্যান জয় শাহের হস্তক্ষেপে নিশ্চিত হয়েছে যে প্রতিকা চ্যাম্পিয়ন গলের মেডেল পাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৫ সদস্যের পুরো দলকে বিজয়ীর পদক প্রদান করা হয়, যার মধ্যে রাওয়ালের পরিবর্তে খেলা শেফালি ভার্মাও ছিলেন। তবে দলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাতের সময় রাওয়াল যে পদক পরে ছিলেন, সেটি দলের এক সাপোর্ট স্টাফের কাছ থেকে নেওয়া ছিল।
advertisement
রাওয়াল সিএনএন নিউজ১৮–কে বলেন, “জয় শাহ আমাদের ম্যানেজারকে ম্যাসেজ করেছিলেন যে প্রতিকার জন্য পদকের ব্যবস্থা করতে চান। অবশেষে আমি আমার নিজের পদকটি পেয়েছি। যখন প্রথমবার এটি খুলে দেখলাম, চোখে জল এসে গিয়েছিল। আমি সাধারণত কাঁদি না, কিন্তু সেই মুহূর্তটি ছিল একেবারে আবেগঘন।”
advertisement
advertisement
প্রতিকা রাওয়াল আরও জানান, জয় শাহ আগেই তাঁকে আশ্বস্ত করেছিলেন যে পদকটি পৌঁছতে কিছুটা সময় লাগবে। আইসিসিকে অনুরোধ করা হয়েছে যেন আমার জন্য একটি পদক পাঠায়। তাই আপাতত সাপোর্ট স্টাফের দেওয়া পদকটাই পরেছিলাম, কিন্তু এখন নিজের পদকটি পেয়ে ভাল লাগছে।” এই উদ্যোগের জন্য জয় শাহ-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন প্রতিকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জয় শাহর হস্তক্ষেপে মুখে হাসি ফুটল প্রতিকা রাওয়ালের, পেলেন বিশ্বকাপ জয়ের মেডেল
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement