ছেলেদের বদলা নিতে ব্য়র্থ, মহিলা এশিয়া কাপেও পাকিস্তানের কাছে হার ভারতের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ছেলেদের পর এবার মেযেদের এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৩৭ রান করে পাক দল। জবাবে ১২৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
মহিলা এশিয়া কাপে পাকিস্তানের কাছে ভারতের। এশিয়া কাপে ছেলেদের হারের বদলা নিতে ব্য়র্থ হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। লো স্কোরিং ম্য়াচে ১৩৮ রানে টার্গেটও তাড়া করতে ব্য়র্থ হল হরমনপ্রীত কউরের দল। ব্য়াটিং লাইনআপের ব্য়র্থতার জেরে ১৩ রানে ম্য়াচ জিতল চিরপ্রতীদ্বন্দ্বী দেশ। ব্য়াটে-বলে অসাধারণ পারফরম্য়ান্স করে ম্য়াচের সেরা নিদা দার।
মহিলা এশিয়া কাপের হাইভোল্টেজ ম্য়াচ ভারতের বিরুদ্ধে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৫৬ রান কেন নিদা দার। এছাড়া ৩২ রানের ইনিংস খেলেন বিসমা মাহরুফ। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। এছাড়া ২টি উইকেট নেন পুজা ভাস্ত্রাকর ও একটি উইকেট নেন রেণুকা সিং। ভারতের টার্গেট ছিল ১৩৮ রান।
advertisement
ভারতীয় দল ফিল্ডিং করার সময় ম্য়াচের ১২ ওভারে সানস্ট্রোকে আক্রান্ত হন রিচা ঘোষ। মাঠেই চিকিসা করা হয়। অসুস্থ বোধ করায় মাঠ ছাড়েন তিনি। আর মাঠে নামেননি রিচা ঘোষ। তার জায়গায উইকেট রক্ষকের দায়িত্ব সামলান শেফালি বর্মা। তবে দলের তরফে জানানো হয়েছিল রিচা ঘোষকে নিয়ে কোনও ভয়ের বা উদ্বেগের কারণ নেই।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকে ভারতের মেয়েরা। সেভাবে কোনও বড় পার্টনারশিপই গড়ে তুলতে পারেননি স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউররা। অসুস্থ হয়ে মাঠ ছাড়লেও ব্য়াট হাতে দলের হয়ে লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন রিচা ঘোষ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ পান করেন তিনি। এছাড়া দয়ালান হেমলতা ২০ রান করেন। এছাড়া কোনও ভারতীয ব্য়াটসম্য়ান ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
advertisement
পাকিস্তানের হয় এদিন বল হাতে দুরন্ত পারফর্ম করেন পাকিস্তানের বোলাররা। সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাশরা সান্ধু। এছাড়া দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও নিদা দার। একটি খরে উইকেট নেন আইমান আনওয়ার ও টুবা হাসান। ব্য়াট হাতে অর্ধশতরান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফর্ম করেন নিদা দার। এই ম্য়াচ হারলেও গ্রুপ পর্বে ৪ ম্য়াচে ৩টি জয়ের সৌজন্য়ে ৬ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে প্রথম স্থানেই থাকল ভারত। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 5:02 PM IST