থাইল্য়ান্ডের বিরুদ্ধে ৭৪ রানে একতরফা জয়, মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারত

Last Updated:

মহিলা এশিয়া কাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও থাইল্য়ান্ড। প্রথমে ব্য়াট করে ১৪৮ রান করে মহিলা টিম ইন্ডিয়া। জবাবে থাইল্য়ান্ডের ইনিংস শেষ ৭৪ রানে।

মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে শীর্ষে থেকে সেমি ফাইনালে পৌছেছিল ভারত। সেমি ফাইনালে লিগ টেবিলের চার নম্বর দল থাইল্য়ান্ডের সঙ্গে ম্য়াচ পড়ে হরমনপ্রীত কউরদের। এই থাইল্য়ান্ডকেই লিগের শেষ ম্য়াচ ৩৭ রানে অলআউট করে ৯ উইকেটে ম্য়াচ জিতেছিল ভারত। ফলে সেমি ফাইনালে যে খুব একটা লড়াইয়ের সম্মুখীন হতে হবে না ভারতীয় দলকে তা আগেই বোঝা গিয়েছিল। হলও তাই। ৭৪ রানে ম্য়াচ জিতে প্রতিযোগিতার ফাইনালে পৌছে গেল মহিলা টিম ইন্ডিয়া।
ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় থাইল্য়ান্ড। প্রথমে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারতীয় মহিলা দল। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংশ খেলেন দুর্দান্ত ফর্মে থাকা শেফালি ভার্মা। এছাড়া ৩৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কউর। ২৭ রান করে জেমিমা রড্রিগেজ। শেষের দিকে ১৭ রানের ইনিংস খেলেন পুজা ভাস্ত্রাকার। থাইল্য়ান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সরনারিন টিপখ।
advertisement
১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে লিগ পর্বের ম্য়াচের মতই ব্য়াটিং বিপর্যয়ের সম্মুখীন হয় থাইল্য়ান্ড মহিলা দল। নিয়মিত ব্য়বধানে উইককেট হারিয়ে লড়াই থেকে শুরুতেই ছিটকে গিয়েছিল থাইল্য়ান্ড। অধিনায়ক নউরেমল চাইওয়াই ও নাটায়া বুচথাম কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি। দুজনেই ২১ করে রান কেন। এছাড়া থাইল্য়ান্ডের কোনও ব্য়াটার জোড়া অঙ্কেপ সংখ্য়ায় ব্য়ক্তিগত স্কোর নিয়ে যেতে পারেনি। ৭৪ রানে অলআউট হয়ে যায় গোটা দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা।
advertisement
advertisement
৭৪ রানে ম্য়াচ জিতে এশিয়া কাপের ফাইনেলে হরমনপ্রীতি কউর, স্মৃতি মন্ধনারা পৌছালেও কয়েকটি বিষয় ফাইনালের আগে চিন্তায় রাখছে ভারতীয় দলকে। থাইল্য়ান্ডের বিরুদ্ধে প্রথমে ব্য়াটিং করেও বেশি বড় স্কোর করতে না পারা। দলের একাধিক ব্য়াটারের ধারাবাহিকতার অভাব। প্রতিযোগিতার অপর সেমি ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা মহিলা দল। সেখানে পাকিস্তানকেই ফেভারিট ধরা হচ্ছে। গ্রুপ পর্বের ম্য়াচে পাক দলের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। ফাইনালে দেখা হলে থাকছে বদলা নেওয়ার সুযোগ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
থাইল্য়ান্ডের বিরুদ্ধে ৭৪ রানে একতরফা জয়, মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement