বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দিন শেষ হলেও পাঁচটি অবদানের জন্য ভোলা যাবে না সৌরভকে! দেখে নিন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Five contributions of Sourav Ganguly as BCCI president will be remembered forever. প্রেসিডেন্ট হিসেবে দিন শেষ হলেও পাঁচটি অবদানের জন্য ভোলা যাবে না সৌরভকে! দেখে নিন
#মুম্বই: বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সরে যেতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সারা ভারত বর্ষ এবং পৃথিবীতে ছড়িয়ে থাকা সৌরভের অসংখ্য ভক্তদের কাছে এটা বিশাল বেদনাদায়ক ব্যাপার। আজ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট পদে কোনও ব্যক্তি দুবার প্রেসিডেন্ট হতে পারেনি।
সেই রীতি বজায় রইল। রজার বিনি আসতে চলেছেন সৌরভের জায়গায় সবাই জানেন। বিতর্ক যা ছিল সৌরভকে কেন্দ্র করে সেগুলো আর আলোচনার প্রয়োজন নেই। বরং দেখে নেওয়া যাক নিজের প্রেসিডেন্ট হিসেবে শাসনকালে বোর্ডে কি কি মনে রাখার মত অবদান করে গেলেন সৌরভ।
১) রবি শাস্ত্রী কোচ হিসেবে ব্যর্থ হওয়ার পর রাহুল দ্রাবিড়কে কোচ করে নিয়ে আসার পেছনে প্রধান অবদান সৌরভের। ভিভিএস লক্ষণকে জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে নিয়ে আসা।
advertisement
advertisement
২) সৌরভের শাসনকালে দুবার করোনা মহামারীর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। একবার হতে হতে বন্ধ হয়ে গেল। বাকিটা করা হয়েছিল আরবে। দ্বিতীয়বার দক্ষতার সঙ্গে ভারতের মাটিতে করা হল টুর্নামেন্ট। বিদেশি ক্রিকেটারদের ওই পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়ে দেশে ফিরিয়েছিল বিসিসিআই।
৩) বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ বেঙ্গালুরুতে বিশাল জমিতে যে একাডেমির ভিত্তি স্থাপন করেছিলেন তা আগামী দিনে ভারতীয় ক্রিকেটের নজির হয়ে থেকে যাবে। ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে ওই জমি। তিনটে অনুশীলনের মাঠ সহ ওই একাডেমি সামনের বছরের মাঝামাঝি প্রস্তুত হয়ে যাওয়ার কথা।
advertisement
৪) আইপিএলের ইতিহাসে সম্প্রচার সত্ব নিলাম করে এত টাকা রোজগার করা যায় এটা দেখেছিলেন সৌরভ। সর্বকালীন রেকর্ড ৪৮,৩৯০ কোটি টাকায় পাঁচ বছরের জন্য টিভি এবং ডিজিটাল রাইটস বিক্রি করেছিল বোর্ড।
The BCCI won't support Sourav Ganguly for the post of ICC Chairman even if Ganguly desires to move to the ICC. (Reported by Indian Express).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 12, 2022
advertisement
৫) সৌরভের আমলেই প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ রেফারিদের পেনশন বাড়ানো হয়েছিল। আগের বিসিসিআই কর্তারা এই জায়গাটা ততটা জোর দেননি। এমনকি গ্রাউন্ডম্যানদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল সৌরভের আমলে।
৬) সৌরভের বোর্ড প্রেসিডেন্ট থাকার সময় আগামী বছরের মধ্যে দেশে মেয়েদের আইপিএল চালু করার ব্যাপারটা সবুজ সংকেত পায়। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, রেনুকা সিং ঠাকুরদের ব্র্যান্ড হিসেবে তৈরি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল সৌরভের সময়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2022 11:37 AM IST