Sania Mirza Retierment: ‘‘শরীর আর দিচ্ছে না, এই বছরের পর আর খেলব না’’ অবসর নিতে চান সানিয়া মির্জা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় টেনিসের অন্যতম সেরা প্রতিভা সানিয়া মির্জা (Sania Mirza Retirement) বুধবার নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলেন৷
#মেলবোর্ন: আসামাণ্য স্কিল পাশাপাশি দারুণ সৌন্দর্য্য, ভারতীয় টেনিসে এক বিপ্লবের নাম সানিয়া মির্জা (Sania Mirza) ৷ ভারতীয় টেনিসের অন্যতম সেরা প্রতিভা সানিয়া মির্জা (Sania Mirza Retirement) বুধবার নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলেন৷ তিনি জানিয়েছেন এই মরশুমের পর তিনি আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চান৷ সানিয়া মির্জা নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নিজের মহিলা ডাবলসের পার্টনার ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে খেলে প্রথম রাউন্ডে হারের পর৷
সানিয়া ও নাদিয়া জুটি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে স্লোভেনিয়ার কাজা জুভান ও তামারা জিদানসেকের জুটির কাছে স্ট্রেট সেটে হারেন৷ খেলার ফল ৬-৪, ৭-৬৷
advertisement
অবসর প্রসঙ্গে (Sania Mirza Retierment) সানিয়া মির্জা বুধবার বলেছেন, ‘‘এর জন্য কয়েকটা কারণ রয়েছে, এটা এত সহজ -সরল নয় যে আমি আর খেলছি না৷ আমার নিজের মনে হচ্ছে চোট সেরে উঠতে বেশি সময় নিচ্ছে৷ আমার এত ট্রাভেলের কারণে তিন বছরের ছেলেকে রিস্কে ফেলে দিচ্ছি৷ যেটা আমাকে ভাবতেই হবে৷ আমার মনে হচ্ছে আমার শরীরে ক্ষয় হচ্ছে, আজ হাঁটুতে ব্যাথা করছিল, আমি বলছি না এটা আমার হারের কারণ,আমি এটা বলছি বয়স বাড়ার জন্য চোট সারতে অনেক সময় নিচ্ছে৷ ’’
advertisement
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ১৯ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
ডাবলসের প্রাক্তন এক নম্বর নিজের বর্ণময় কেরিয়ারে ৬ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন৷ সানিয়া মির্জা (Sania Mirza Retirement) জানিয়েছেন এই মরশুমের শেষ অবধি তিনি খেলতে চান, তারপর এটা চালিয়ে যাওয়া শক্ত মনে হচ্ছে৷
advertisement
সানিয়া মির্জা আরও বলেছেন, ‘‘আমাকে রোজ নামার মোটিভেশন ফেরত পেতে হবে৷ আগের মতো এনার্জি নেই, আর করতে ইচ্ছে করছে না আগের চেয়ে সেই দিনের সংখ্যা অনেক বেড়েছে৷ আমি আগেও বলেছিলাম আমি ততদিন খেলব যতদিন এটাকে চুটিয়ে উপভোগ করতে পারব৷ আর এখন এটা আমি সেভাবে উপভোগ করছি না৷’’
নিজের অবসর নিয়ে সানিয়া মির্জা আরও বলেছেন, ‘‘এই মরশুমটা খেলবে এটা বলার অর্থ আমি সেই টুকু উপভোগ করছি যাতে এই বছরটা খেলতে পারি৷ আমি প্রত্যাবর্তন করতে প্রচুর পরিশ্রম করেছি, আমার ওজন কম করেছি, মায়েদের জন্য ভাল উদাহরণ তৈরি করেছি৷ নতুন মায়েরা যাতে নিজেদের স্বপ্ন বজায় রাখতে পারে যতটা সম্ভব৷ এরপর আর আমার শরীর দিচ্ছে না৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2022 4:46 PM IST