Indian football team: এশিয়ান গেমসে যাচ্ছেন সুনীলরা, সঙ্গে মহিলা ফুটবল দলকেও অনুমতি কেন্দ্রের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর
দিল্লি: আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানা ছিল। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য অবশেষে সুখবর। ভারতের মহিলা এবং পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার গ্রীন সিগন্যাল দিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। যোগ্যতার ভিত্তিতে না হলেও ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই ভারতের ফুটবল কোচ ইগর এবং পরে সুনীল ছেত্রী অনুরোধ করেছিলেন ক্রীড়া মন্ত্রকে ভারতীয় ফুটবল দলকে যেন এশিয়ান গেমসে পাঠানো হয়।
কথা দিয়েছিলেন চিনের মাটিতে ভারতের সম্মান তুলে ধরবেন। অবশেষে কথা রাখল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এখানে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যান চৌবের ভূমিকাও আছে। এশিয়ান গেমসে যাবেন সুনীল ছেত্রীরা। এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতের মহিলা ফুটবল দলও। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
Good news for Indian football lovers!
Our national football teams, both Men’s and Women’s, are set to participate in the upcoming Asian Games.
The Ministry of Youth Affairs and Sports, Government of India, has decided to relax the rules to facilitate participation of both the…
— Anurag Thakur (@ianuragthakur) July 26, 2023
advertisement
advertisement
পরপর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে। ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। সুনীলেরা পর পর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আশাবাদী ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা।
এখন ভারতীয় ফুটবল দলের কাছে চ্যালেঞ্জ দেশের সম্মান বজায় রাখা। শেষবার ২০১৪ সালে এশিয়ান গেমস ফুটবল খেলেছিল ভারত। এই প্রতিযোগিতায় অংশ নিলে পরের বছর হতে চলা এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেওয়া যাবে ভালো করে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 6:34 PM IST