Babar Azam Salary: পাকিস্তানের তারকা বাবর, এদিকে মাইনে ভারতের কবাডি খেলোয়াড়ের থেকেও কম! সে কী!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Babar Azam: পাকিস্তানের এত নামকরা ক্রিকেটার তিনি! অথচ এত কম টাকা মাইনে পান বাবর আজম!
#নয়াদিল্লি: প্রো কাবাডির (Pro Kabaddi League 2021) আট নম্বর মরশুমের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। করোনার কারণে গত মরশুমে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। ২২ ডিসেম্বর থেকে মরশুম শুরু। লিগে মোট ১২টি দল নামছে এবার। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে লিগের নিলাম। রাইডার প্রদীপ নারওয়ালকে ইউপি যোদ্ধা ১.৬৫ কোটি টাকায় দলে নিয়েছে। লিগের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন তিনি।
প্রদীপের বেতন পাকিস্তান সুপার লিগে (PSL) খেলা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের চেয়েও বেশি। এই তথ্য বাবর আজমের অনেক ভক্তকেও অবাক করে দিতে পারে।
আরও পড়ুন- সচিন-ভক্তদের জন্য দারুন খবর! হঠাত্ বাইশ গজে তেন্ডুলকর, খেলবেন নাকি আবার?
পাকিস্তান সুপার লিগে করাচি সুপার কিংসের হয়ে খেলেন বাবর আজম। গত মরশুমে তাঁকে প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করেছিল তাঁর দল। টি-টোয়েন্টি লিগে প্ল্যাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় সর্বোচ্চ বেতন পান ১.৭ লাখ ডলার অর্থাৎ ১.২৪ কোটি টাকা। চলতি মরশুমে বাবরকে দলের অধিনায়ক করেছে করাচি কিংস।
advertisement
advertisement
প্রো-কাবাডি লিগের চলতি আসরের নিলাম অনুষ্ঠিত হয় অগাস্টে। প্রদীপ নারওয়াল ছাড়াও তেলেগু টাইটানস সিদ্ধার্থ দেশাইকে ১.৩০ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে। প্রদীপ নারওয়াল ও সিদ্ধার্থের বেতন বাবর আজমের চেয়ে বেশি। দেশে কাবাডির জনপ্রিয়তার কারণেই এটা সম্ভব হয়েছে বলা চলে। ২০১৪ সালে যখন লিগ শুরু হয়েছিল, তখন মাত্র আটটি দল মাঠে নেমেছিল। এখন ১২ টি দল যোগ দিচ্ছে।
advertisement
আরও পড়ুন- ফিট থাকলে নাকি মুরলীর ৮০০ উইকেটের নজির ভাঙতে পারেন রবি অশ্বিন!
প্রো-কাবাডি লিগ ২০১৪ সালে শুরু হয়েছিল। প্রথম সিজনের শিরোপা জয়পুর পিঙ্ক প্যান্থার্স জিতেছিল। ২০১৫ সালে দ্বিতীয় আসরের শিরোপা জিতেছিল ইউ মুম্বা। এর পর পরের তিন মরশুমে শিরোপা জিতেছে পাটনা পাইরেটস। তারাই একমাত্র দল যারা দুইয়ের বেশি বার শিরোপা জিতেছে। বেঙ্গালুরু বুলস ২০১৮ সালে এবং বেঙ্গল ওয়ারিয়র্স ২০১৯ সালে শিরোপা জিতেছিল। এখনও পর্যন্ত শিরোপা জিতেছে ৫টি দল। প্রথম শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে বাকি সাতটি দল।
advertisement
আইপিএল ২০২২-এর জন্য প্লেয়ার রিটেইন পর্ব সম্প্রতি শেষ হয়েছে। তিনজন ক্রিকেটার সর্বোচ্চ ১৬ কোটি টাকা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্ত, মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এবং চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেখানে ক্রিকেটাররা আরও বেশি টাকা পেতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2021 5:59 PM IST