ফের বাইশ গজে সচিন তেন্ডুলকর। মুম্বইতে নেটে দেখা গেল মাস্টার ব্লাস্টারকে। প্যাড পরে নেটে দাঁড়িয়ে ছিলেন সচিন। করলেন শ্যাডো প্র্যাকটিস।
2/ 9
২০১৩-তে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সচিন। তবে তার পরও বিভিন্ন সময়ে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। সাত বছর পর কি তাঁকে আবার বাইশ গজে দেখা যাবে!
3/ 9
জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনী শুট-এর জন্য এদিন মুম্বইতে বাইশ গজে নেমেছিলেন সচিন। বেশ কিছুক্ষণ নেটে দেখা যায় তাঁকে।
4/ 9
সচিনকে হঠাত্ নেটে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। এর আগে একটি প্রদর্শনী টুর্নামেন্টে সচিন তেন্ডুলকরকে খেলতে দেখা গিয়েছিল। তবে বহুদিন তিনি ক্রিজের বাইরে।
5/ 9
দিনকয়েক আগেই সচিন বলেছিলেন, আইপিএল ভারতীয় ক্রিকেটে বড়সড় বদল এনেছে। আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট লাভবান হয়েছে বলে মনে করেন তিনি।ীয় ক্রিকেট লাভবান হয়েঠে বলেয় ক্রিক
6/ 9
সচিন বলছিলেন, আইপিএলের সুবাদে ঘরোয়া ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুদিন থাকা ও শেখার সুযোগ পায়। ফলে তাঁদের খেলার উন্নতি হয়।
7/ 9
এদিন সকাল সকাল নেটে নেমে পড়েছিলেন সচিন। পুরনো মেজাজে দেখা যাচ্ছিল তাঁকে। বেশ কিছুক্ষণ ক্রিজ খতিয়েও দেখেন তিনি।
8/ 9
সচিন তেন্ডুলকর বলেছিলেন, আইপিএলের ফলে সব থেকে বেশি লাভবান হয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটাররা।
9/ 9
তিনি আরও বলেছিলেন, আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের সঙ্গে থাকার ফলে ঘরোয়া ক্রিকেটারদের মানসিকতায় বদল এসেছে। এমনকী টেকনিকেও উন্নতি হয়েছে।
দিনকয়েক আগেই সচিন বলেছিলেন, আইপিএল ভারতীয় ক্রিকেটে বড়সড় বদল এনেছে। আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট লাভবান হয়েছে বলে মনে করেন তিনি।ীয় ক্রিকেট লাভবান হয়েঠে বলেয় ক্রিক
সচিন বলছিলেন, আইপিএলের সুবাদে ঘরোয়া ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুদিন থাকা ও শেখার সুযোগ পায়। ফলে তাঁদের খেলার উন্নতি হয়।