Mithali Raj; ৩৮ বছর বয়সেও কেন বিয়ে করেননি? অদ্ভুত কারণ জানালেন মিতালি রাজ

Last Updated:

Mithali Raj: মহিলাদের ক্রিকেটের সচিন তেন্ডুলকর বলা হয় তাঁকে। রূপ ও গুণ, দুই-ই রয়েছে তাঁর। তবুও বিয়ে করেননি। প্রথম প্রেমের কথা জানালেন মিতালি।

তাঁকে বলা হয় মহিলাদের ক্রিকেটের সচিন তেন্ডুলকর। ভারতীয় দলের বহু জয়ের সাক্ষী তিনি। সেই মিতালি রাজ এখনও বিয়ে না করার কারণ জানালেন।
ক্রিকেট তাঁর প্রথম পছন্দ ছিল না। বাবার জোরাজুরিতেই মিতালি রাজ ক্রিকেট খেলা শুরু করেছিলেন। মিতালি রাজের বাবা ও ভাইও প্রাক্তন ক্রিকেটার। তবে বাবার কথা শুনে ক্রিকেট খেলেই এখন মিতালি রাজের বিশ্বজোড়া খ্যাতি। ক্রিকেট তাঁর প্রথম পছন্দ ছিল না। বাবার জোরাজুরিতেই মিতালি রাজ ক্রিকেট খেলা শুরু করেছিলেন। মিতালি রাজের বাবা ও ভাইও প্রাক্তন ক্রিকেটার। তবে বাবার কথা শুনে ক্রিকেট খেলেই এখন মিতালি রাজের বিশ্বজোড়া খ্যাতি।
advertisement
মিতালি রাজ ছোট থেকেই ভাল নাচতেন। একটা সময় ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। মিতালি ভেবেছিলেন, নাচেই কেরিয়ার গড়বেন। তবে তা আর হয়নি। ক্রিকেটার হিসাবেই তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। মিতালি রাজ ছোট থেকেই ভাল নাচতেন। একটা সময় ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। মিতালি ভেবেছিলেন, নাচেই কেরিয়ার গড়বেন। তবে তা আর হয়নি। ক্রিকেটার হিসাবেই তিনি জনপ্রিয়তা লাভ করেছেন।
advertisement
advertisement
রূপ এবং গুণ, দুইয়েরই অধিকারি তিনি। ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। খ্যাতির পাহাড়ে চড়েছেন। তবুও এখনও বিয়ে করেননি কেন! মিতালি রাজ এতদিনে জানালেন বিয়ে না করার আসল কারণ। রূপ এবং গুণ, দুইয়েরই অধিকারি তিনি। ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। খ্যাতির পাহাড়ে চড়েছেন। তবুও এখনও বিয়ে করেননি কেন! মিতালি রাজ এতদিনে জানালেন বিয়ে না করার আসল কারণ।
advertisement
মিতালি রাজ বলেছেন, ছোটবেলায় বিয়ের কথা ভাবতাম। তবে বড় হয়ে বিয়ে করা অনেক মানুষকে দেখেছি। তাদের দেখে আমার আর বিয়ের ইচ্ছে হয়নি। আমি সিঙ্গল আছি। এই ভাল আছি বেশ। মিতালি রাজ বলেছেন, ছোটবেলায় বিয়ের কথা ভাবতাম। তবে বড় হয়ে বিয়ে করা অনেক মানুষকে দেখেছি। তাদের দেখে আমার আর বিয়ের ইচ্ছে হয়নি। আমি সিঙ্গল আছি। এই ভাল আছি বেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mithali Raj; ৩৮ বছর বয়সেও কেন বিয়ে করেননি? অদ্ভুত কারণ জানালেন মিতালি রাজ
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement