তাঁকে বলা হয় মহিলাদের ক্রিকেটের সচিন তেন্ডুলকর। ভারতীয় দলের বহু জয়ের সাক্ষী তিনি। সেই মিতালি রাজ এখনও বিয়ে না করার কারণ জানালেন। ক্রিকেট তাঁর প্রথম পছন্দ ছিল না। বাবার জোরাজুরিতেই মিতালি রাজ ক্রিকেট খেলা শুরু করেছিলেন। মিতালি রাজের বাবা ও ভাইও প্রাক্তন ক্রিকেটার। তবে বাবার কথা শুনে ক্রিকেট খেলেই এখন মিতালি রাজের বিশ্বজোড়া খ্যাতি। মিতালি রাজ ছোট থেকেই ভাল নাচতেন। একটা সময় ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। মিতালি ভেবেছিলেন, নাচেই কেরিয়ার গড়বেন। তবে তা আর হয়নি। ক্রিকেটার হিসাবেই তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। রূপ এবং গুণ, দুইয়েরই অধিকারি তিনি। ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। খ্যাতির পাহাড়ে চড়েছেন। তবুও এখনও বিয়ে করেননি কেন! মিতালি রাজ এতদিনে জানালেন বিয়ে না করার আসল কারণ। মিতালি রাজ বলেছেন, ছোটবেলায় বিয়ের কথা ভাবতাম। তবে বড় হয়ে বিয়ে করা অনেক মানুষকে দেখেছি। তাদের দেখে আমার আর বিয়ের ইচ্ছে হয়নি। আমি সিঙ্গল আছি। এই ভাল আছি বেশ।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।