আইপিএলে পেয়েছেন ৩৫ কোটির বেশি টাকা, হঠাৎ অবসর ভারতীয় ক্রিকেটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricketer Announce Retirement: তাঁর ১৪ বছরের দীর্ঘ পেশাদার ক্রিকেট জীবনের পরিসমাপ্তি ঘটল। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার ভারত, ইন্ডিয়া ‘এ’, কর্নাটক এবং একাধিক আইপিএল দলের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
কর্নাটকের পরিচিত অলরাউন্ডার এবং ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া কৃষ্ণাপ্পা গৌতম আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। এর মাধ্যমে তাঁর ১৪ বছরের দীর্ঘ পেশাদার ক্রিকেট জীবনের পরিসমাপ্তি ঘটল। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার ভারত, ইন্ডিয়া ‘এ’, কর্নাটক এবং একাধিক আইপিএল দলের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। নির্ভীক ও আক্রমণাত্মক খেলার ধরণ, নিচের দিকে গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং কার্যকর অফ-স্পিন বোলিং—সব মিলিয়ে গৌতম ছিলেন একজন সম্পূর্ণ অলরাউন্ডার।
গৌতমের প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু হয় ১৭ নভেম্বর ২০১২ সালে, উত্তর প্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচ দিয়ে। অভিষেক ম্যাচেই তিনি সুরেশ রায়না ও ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের আউট করে ক্রিকেট মহলের নজর কেড়ে নেন। তবে তাঁর কেরিয়ারের আসল টার্নিং পয়েন্ট আসে ২০১৬–১৭ রনজি মরশুমে, যেখানে মাত্র ৮ ম্যাচে তিনি ২৭টি উইকেট তুলে নেন। পরের মরশুমে অসমের বিরুদ্ধে নিজের প্রথম ফার্স্ট ক্লাস শতরান করে তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
advertisement
২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করলেও এরপর কর্নাটক দলে আর সুযোগ পাননি গৌতম। তাঁর ফার্স্ট ক্লাস ও লিস্ট-এ কেরিয়ারে তিনি মোট ৫৯টি ও ৬৮টি ম্যাচ খেলেছেন এবং ৩২০টিরও বেশি উইকেট সংগ্রহ করেছেন। পাশাপাশি প্রয়োজনের সময় নিচের দিকে ব্যাটিং করে দলের জন্য গুরুত্বপূর্ণ রান যোগ করেছেন।
advertisement
দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি ইন্ডিয়া ‘এ’ দলের হয়েও খেলেছেন। নিউজিল্যান্ড ‘এ’, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’, অস্ট্রেলিয়া ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই তিনি প্রভাব ফেলেন। ২০২১ সালে প্রথমে জাতীয় দলের নেট বোলার হিসেবে যুক্ত হন এবং পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পান। কলম্বোতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি একটি উইকেট নেন, যদিও এরপর আর আন্তর্জাতিক সুযোগ পাননি।
advertisement
আইপিএলেও কৃষ্ণাপ্পা গৌতম ছিলেন বহুল আলোচিত নাম। মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস—একাধিক দলে খেলেছেন তিনি। ২০২১ সালে চেন্নাই সুপার কিংস তাঁকে ৯.২৫ কোটি টাকায় দলে নেয়, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ দর। নয়টি আইপিএল মরশুমে প্রায় ৩৫ কোটি টাকার বেশি আয় করা এই অলরাউন্ডার এবার ক্রিকেটের মাঠ ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 6:43 PM IST










