India vs Bangladesh: বাংলাদেশ যাবে না টিম ইন্ডিয়া! লাগাতার ভারত-বিরোধী কথার ফল? নাকি লুকিয়ে অন্য কোনও কারণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে একটি বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে। এতে সম্ভবত, এই সিদ্ধান্তকে বাতিল না বলে, 'স্থগিত' হিসেবে উল্লেখ করা হবে।
নয়াদিল্লি: বাংলাদেশ যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল৷ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ অগাস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখানে ১৭ থেকে ৩১ অগাস্টের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এ সিরিজের সূচি মাস দু’য়েক আগেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রের সবুজ সঙ্কেত পায়নি বিসিসিআই৷ ফলত, সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু, হঠাৎ কী কারণে বাতিল হল এই বাংলাদেশ সফর?
২০২৪ সালের অগাস্টে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তী কালে মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ সামলানোর মধ্যবর্তী সময়ে অনেকটাই বদলে গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পড়শি ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক৷
সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির পরিবেশকেই এই সফর বাতিলের প্রধান কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে? বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে সেখানে বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে৷ এমন পরিস্থিতিতে ভারত সরকার কখনওই টিম ইন্ডিয়াকে বাংলাদেশে পাঠানোর ঝুঁকি নেবে না বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
নিরাপত্তা জনিত উদ্বেগ ছাড়াও, দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্কও ক্রিকেট সিরিজ স্থগিত করার একটি কারণ হতে পারে। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারত বিরোধী মন্তব্য করেছেন। গত কয়েক মাসের মধ্যে ভারতের পরিবর্তে চিন সরকারেরই বেশি কাছাকাছি যেতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে একটি বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে। এতে সম্ভবত, এই সিদ্ধান্তকে বাতিল না বলে, ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হবে।
বিসিবি সফরের মিডিয়া স্বত্ব বিক্রিও স্থগিত করেছে — যা ৭ জুলাই এবং ১০ জুলাই যথাক্রমে টেকনিক্যাল এবং আর্থিক বিডিংয়ের মাধ্যমে হওয়ার কথা ছিল।
advertisement
ভারতীয় সম্প্রচারকদের জানানো হয়েছে যে সিরিজটি অনুষ্ঠিত হবে না, যদিও আমন্ত্রণপত্র (আইটিটি) এখনও পাওয়া যায়নি। বিসিবি স্থগিত সিরিজটি আয়োজনের বিষয়ে আশাবাদী, তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে আগামী সপ্তাহে বর্তমান অবস্থা নিশ্চিত করে একটি বিবৃতি আশা করা হচ্ছে।
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 04, 2025 11:19 AM IST