US vs Russia: রাশিয়ার সঙ্গে ‘বন্ধুত্ব’...ভারতকে চরম ‘শাস্তি’ দিতে পারে আমেরিকা ! ৫০০% -এরও বেশি...এল কড়া হুঁশিয়ারি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এর ফলে ভারতের রাশিয়ান তেল আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা তার মোট অপরিশোধিত তেল আমদানির ১ শতাংশেরও কম থেকে শুরু করে অল্প সময়ের মধ্যেই ৪০-৪৪ শতাংশে পৌঁছেছে।
advertisement
advertisement
advertisement
ওই সেনেটর জানিয়েছেন, ‘‘কেউ যদি রাশিয়ার থেকে কোনও পণ্য কেনে, সে তাহলে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে না৷ উল্টে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থ জোগাচ্ছে৷ সেক্ষেত্রে, সেই সমস্ত দেশের যে সব পণ্য আমেরিকায় আসবে, আমেরিকা তার উপরে ৫০০ শতাংশ শুল্ক চাপাবে৷ ভারত এবং চিন পুতিনের ৭০ শতাংশ তেল দকেনে৷ ওরাই এই যুদ্ধ জিইয়ে রাখতে সাহায্য করছে৷’’
advertisement
advertisement
advertisement
advertisement
ভারত, এর আগে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি করেলেও, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি শুরু করে। এর মূল কারণ ছিল পশ্চিমি নিষেধাজ্ঞা৷ পশ্চিমি দেশগুলি রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করায় রাশিয়া থেকে অনেক বেশি ছাড়ে অপরিশোধিত তেল কিনতে পারে ভারত৷
advertisement
advertisement