নাগপুরে দুর্দান্ত শতরান রোহিতের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড বাড়ানোর লড়াইয়ে রয়েছে ভারত

Last Updated:

Rohit Sharma scores century against Australia in Nagpur on day two to extend lead. নাগপুরে দুর্দান্ত শতরান রোহিতের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড বাড়ানোর লড়াইয়ে রয়েছে ভারত

দুর্দান্ত শতরান রোহিতের
দুর্দান্ত শতরান রোহিতের
নাগপুর: ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কয়েকদিন আগে একদিনের সিরিজে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন সেঞ্চুরি ছিল না তার। ফলে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার কাছে নিজের ব্যাটিং প্রমাণ করার আলাদা একটা তাগিদ ছিল। দীর্ঘদিন শতরান না পাওয়ার জ্বালা, পাশাপাশি বুঝিয়ে দেওয়া টেস্টে তাকে অধিনায়ক রেখে ভুল করেনি টিম ম্যানেজমেন্ট।
রোহিত জানতেন উইকেটে একটু সময় নিয়ে খেলতে পারলে এবং মানিয়ে নিতে পারলে তিনি বড় রান করতে পারেন। সেটাই চেষ্টা করেছিলেন প্রথম দিনের শেষ থেকে। প্রথম দিন হারিয়েছিলেন ওপেনিং পার্টনার রাহুলকে। শুক্রবার দ্বিতীয় দিন একে একে আউট হলেন অশ্বিন, পূজারা, কোহলি, সূর্য কুমার। ৫ উইকেট যখন হারাল ভারত তখনও কিন্তু তারা লিড নিতে পারেনি।
advertisement
ফলে স্বার্থপরের মত শুধু নিজের সেঞ্চুরি নয়, দলের রান এবং লিড যতটা সম্ভব ভাল জায়গায় রাখার চেষ্টা করবেন রোহিত সেটা জানা ছিল। পাশে ছিলেন রবীন্দ্র জাদেজা। তিনিও দীর্ঘদিন পর ফিট হয়ে কাম ব্যাক করেছিলেন। বল হাতে পাঁচটি উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছিলেন জাদ্দু। দেখার ছিল ব্যাট হাতে কতটা অবদান রাখতে পারেন।
advertisement
advertisement
কারণ ভারতকে লিড নিতে হলে রোহিতকে সমর্থন করতেই হত জাদেজার। কারণ অস্ট্রেলিয়ার দুই স্পিনার লিওন এবং মারফি বুদ্ধিদীপ্ত বোলিং করছিলেন। বল কিছুটা উইকেটে থমকে গিয়ে আসছিল। রোহিত শর্মা জানতেন তাকে ধৈর্য দেখাতেই হবে। যদি লোভে পড়ে গিয়ে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন তবে দলকে একটা ভাল জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ হারাবেন।
advertisement
তাই প্রতিটা বলের মেরিট অনুযায়ী ব্যাট করলেন। কারণ শেষ নামি ব্যাটসম্যান বলতে ছিলেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত মারফির বলে ইনসাইড আউট লংঅফের ওপর দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন হিটম্যান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নাগপুরে দুর্দান্ত শতরান রোহিতের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড বাড়ানোর লড়াইয়ে রয়েছে ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement