India vs Pakistan | Akshay Kumar: ‘পাকিস্তান ম্যাচ জেতার পর অক্ষয় কুমারের অবস্থা হয়তো এমন হয়েছিল...’ ট্যুইটারে ট্রোলড অভিনেতা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে তারকার মেলা। অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টাদের পাশাপাশি দেখা যায় শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাকেও।
দুবাই: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা ৷ আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে তো কথাই নেই ৷ রবিবার দুবাইয়ের মাঠে ভিভিআইপি বক্সে দেখা গিয়েছে বেশ কয়েকজন বলিউডের তারকাকেও ৷ সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টা, মৌনি রায়, বিবেক ওবেরয়, মানুষী চিল্লার-সহ আরও অনেকে ৷ মাঠে উপস্থিত ছিলেন শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাও ৷
টস হেরে প্রথমে ব্যাট করতে নামার পর শুরুতেই ৩ উইকেট খোয়ালেও ভারতের ইনিংসকে টানেন অধিনায়ক বিরাট কোহলি এবং কিছুটা ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া ৷ শুরুটা খারাপ হলেও মোটামুটি ভদ্রস্থ স্কোর খাঁড়া করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া ৷ কিন্তু এরপর ব্যাট করতে নেমে সব হিসেবই পাল্টে দেন দুই পাক ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ৷ প্রায় একপেশে ভাবে ম্যাচ জিতে নেয় পাকিস্তান ৷ সেইসঙ্গে বিশ্বকাপে ভারতের কাছে হারের রেকর্ড বদলাতে সফল বাবর ব্রিগেড ৷
advertisement
advertisement
Stadium ki situation 😜 #PakvsIndia pic.twitter.com/XEWr4DTl1f
— Nighat Dad (@nighatdad) October 24, 2021
Akshay Kumar somewhere in the stadium: pic.twitter.com/DzPA5ovQke
— Ali Qasim (@aliqasim) October 24, 2021
advertisement
50 for Babar! 🎉 pic.twitter.com/lRGja6kvya
— Reema Omer (@reema_omer) October 24, 2021
Bas Main to yahi dekhna tha 😍😍🧡#Sooryavanshi #INDvPAK #AkshayKumar pic.twitter.com/vnHB7OAUUs
— ᴇʟɢᴜᴀᴩᴏᴏ (@Shubh_Akkians) October 24, 2021
advertisement
Akshay Kumar at the start of the match vs now pic.twitter.com/GBG4xYfjHR
— baz (@KhaNuBya) October 24, 2021
ম্যাচ ভারত হারার পর সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় নিয়েই শুরু হয়েছে চর্চা ৷ বলিউডের তারকারাও ট্রোলিংয়ের শিকার ৷ যেমন অক্ষয় কুমার ৷ মাঠে টিভি ক্যামেরায় অনেক সময়েই ধরা পড়েছেন অক্ষয় কুমার ৷ কখনও শিখর ধাওয়ানের সঙ্গে তাঁকে গল্প করতে দেখা যায় ৷ কখনও খুব হাততালি দিচ্ছেন, আবার কখনও বা খুব গম্ভীরভাবে বসে রয়েছেন ৷ বিভিন্ন মুডেই ধরা পড়েন আক্কি ৷ এই নিয়েই শুরু হয় ট্রোলিং ৷ নেটিজেনরা নানা ধরনের ট্যুইটে ভরিয়ে দেন ৷ সেখানে অক্ষয় কুমারের কোনও সিনেমার দৃশ্যের ছবি দেখিয়ে বলা হয়, অভিনেতা খুব হাসছিলেন ৷ কিন্তু পাকিস্তান ম্যাচে যত জয়ের দিকে এগিয়েছে অক্ষয় কুমারের অবস্থা ঠিক এমনটাই হয়েছে ৷’ এমনই মজার ট্যুইটে ভরিয়ে দেন পাক সমর্থকরা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2021 11:28 AM IST