India vs Pakistan: মাঠের লড়াইয়ের শেষে সৌহার্দ, রিজওয়ানকে আলিঙ্গন করে ‘দিল’ জিতে নিলেন কোহলি

Last Updated:

Virat Kohli Congratulating Mohammad Rizwan: মাঠের মধ্যে যে দৃশ্য সবার মন জয় করেছে, তা হল ম্যাচ শেষে বিরাট এবং রিজওয়ানের মধ্যে সৌহার্দ বিনিময় ৷

Photo: Twitter
Photo: Twitter
দুবাই: রবিবাসরীয় ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াই তো একেবারেই নয়, বরং একপেশে একটা ম্যাচই দেখলেন দর্শকরা ৷ দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার ! সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার পাকিস্তানের কাছে হার হজম ৷ টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে ভালোমতোই ভেঙে পড়েছেন ভারতীয় সমর্থকরা ৷ তবে এর মধ্যেই মাঠের মধ্যে যে দৃশ্য সবার মন জয় করেছে, তা হল ম্যাচ শেষে বিরাট (Virat Kohli) এবং রিজওয়ানের (Mohammad Rizwan) মধ্যে সৌহার্দ বিনিময় ৷
advertisement
advertisement
ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের দুই ওপেনারই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রবিবার ৷ ম্যাচ শেষে দেখা যায়, মহম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন বিরাট কোহলি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটারদের হাসিমুখে এই সৌহর্দ্য বিনিময়েই ম্যাচের বড় পাওনা ৷ যদিও অনেকে আবার খুশিও নন এই ছবিতে ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাট কেন ম্যাচ হেরে হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা ৷
advertisement
advertisement
বিরাট এবং রিজওয়ানের এই আলিঙ্গনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষই লেখেন কোহলি এবং রিজওয়ানের মধ্যে কী দারুণ মুহূর্ত! এক নেটিজেন ফেসবুকে লেখেন, 'এই ছবিটা ক্রিকেট এবং স্পোর্টসম্যানশিপের প্রতি আমার বিশ্বাস গড়ে তুলেছে।'  এক নেটিজেনের কথায়, ‘কতবার হৃদয় জিতবেন কোহলি?’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও ট্যুইট করে বলা হয়, ‘স্পিরিট অফ ক্রিকেট।’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: মাঠের লড়াইয়ের শেষে সৌহার্দ, রিজওয়ানকে আলিঙ্গন করে ‘দিল’ জিতে নিলেন কোহলি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement