দুবাই: রবিবাসরীয় ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াই তো একেবারেই নয়, বরং একপেশে একটা ম্যাচই দেখলেন দর্শকরা ৷ দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার ! সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার পাকিস্তানের কাছে হার হজম ৷ টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে ভালোমতোই ভেঙে পড়েছেন ভারতীয় সমর্থকরা ৷ তবে এর মধ্যেই মাঠের মধ্যে যে দৃশ্য সবার মন জয় করেছে, তা হল ম্যাচ শেষে বিরাট (Virat Kohli) এবং রিজওয়ানের (Mohammad Rizwan) মধ্যে সৌহার্দ বিনিময় ৷
Spirit of Cricket!! 👏👏👏 pic.twitter.com/pH6UfrRcKf
— Pakistan Cricket (@TheRealPCB) October 24, 2021
What an Epic Moment ... 😍😍😍 pic.twitter.com/kFW2oq8cyM
— Taimoor Zaman (@taimoorze) October 24, 2021
আরও পড়ুন- ‘ভারতকে বিশ্বকাপে হারানোর মতো গর্বের কিছু হয় না...’, বললেন ম্যাচের সেরা শাহিন আফ্রিদি
ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের দুই ওপেনারই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রবিবার ৷ ম্যাচ শেষে দেখা যায়, মহম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন বিরাট কোহলি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটারদের হাসিমুখে এই সৌহর্দ্য বিনিময়েই ম্যাচের বড় পাওনা ৷ যদিও অনেকে আবার খুশিও নন এই ছবিতে ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাট কেন ম্যাচ হেরে হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা ৷
Indian Captain Virat Kohli Appreciating Babar Azam and Mohammad Rizwan's efforts after the match - This things and this moments makes Cricket is more beautiful. pic.twitter.com/P8ikiq3t3N
— CricketMAN2 (@man4_cricket) October 25, 2021
আরও পড়ুন- ‘আপনি কি বিতর্ক চাইছেন...?’ সাংবাদিকের কোন প্রশ্নে মেজাজ হারালেন কোহলি ?
বিরাট এবং রিজওয়ানের এই আলিঙ্গনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষই লেখেন কোহলি এবং রিজওয়ানের মধ্যে কী দারুণ মুহূর্ত! এক নেটিজেন ফেসবুকে লেখেন, 'এই ছবিটা ক্রিকেট এবং স্পোর্টসম্যানশিপের প্রতি আমার বিশ্বাস গড়ে তুলেছে।' এক নেটিজেনের কথায়, ‘কতবার হৃদয় জিতবেন কোহলি?’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও ট্যুইট করে বলা হয়, ‘স্পিরিট অফ ক্রিকেট।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, T20 World Cup