৬০ বছর পর পাকিস্তানে খেলতে গেল ভারতীয় দল! রাষ্ট্রপতির সমান নিরাপত্তা ব্যবস্থা

Last Updated:

Davis Cup 2024 Ind vs Pak: ১৯৬৪ সালের পর আবার ৬০ বছর বাদে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গেল ভারতীয় টেনিস দল।

করাচি: এক-দু বছর নয়। ৬০ বছর পর পাকিস্তানে খেলতে গেল ভারতীয় টেনিস দল। বলাবাহুল্য ভারতীয় দলের জন্য় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পাকিস্তান সরকার।
রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেওয়া হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। জানা গিয়েছে, ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সবসময় দুটি এসকর্ট গাড়ি থাকবে। এমনকী, যে কোনও সময় নিজেদের ইচ্ছেমতো হোটেল থেকে বেরনোর অনুমতি পাবেন না তাঁরা।
রোজ সকালে সবার আগে কোর্ট পরিদর্শন করবে বম্ব ডিসপোজাল স্কোয়াড। তার পর খেলোয়াড়দের আনা হবে সেখানে। এমনকী খেলা চলাকালীনও বহুস্তরীয় নিরাপত্তা থাকবে। ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না পাক প্রশাসন।
advertisement
advertisement
আরও পড়ুন- ক্রিকেটারদের ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে মদের বোতল, শুরু হয়েছে তদন্ত
১৯৬৪ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছে ভারতের টেনিস দল। ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হবে ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে।
পাঁচজন খেলোয়াড়-সহ মোট ৯ জনের ভারতীয় কনটিনজেন্ট ইসলামাবাদে পৌঁছেছে। রোহিত রাজপালের ভারতীয় দল অবশ্য খেলা ছাড়া বাকি কিছু নিয়ে ভাবতে নারাজ। জানা গিয়েছে, মাত্র ৫০০ জন দর্শক মাঠে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন।
advertisement
আরও পড়ুন- এবার নকল রোনাল্ডো তৈরি করে ফেলেছে চিন! ছবি তুলছেন সই বিলোচ্ছেন, ভাইরাল ভিডিও
ভারতীয় দলের জন্য সারা শহরে ১০ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া আকাশপথেও চলবে টহলদারি। এর আগে পাকিস্তানে খেলতে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনার পর থেকে বহু বছর পাকিস্তানে খেলতে যেতে রাজি হত না কোনও দেশের খেলোয়াড়।
advertisement
পাকিস্তান সরকার দাবি করেছে, এখন পরিস্থিতি আলাদা। যে কোনও দেশের খেলোয়াড়দের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে তারা তৈরি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৬০ বছর পর পাকিস্তানে খেলতে গেল ভারতীয় দল! রাষ্ট্রপতির সমান নিরাপত্তা ব্যবস্থা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement