IND vs PAK | Mohammed Shami: ‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছো...?’ ভারতের হারের পর এ ভাবেই চূড়ান্ত অপমান শামিকে!

Last Updated:

Hatred speech against Mohammed Shami after India lost against Pakistan: ফ্যানরা ট্যুইটারে এবং শামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করেছেন, পাকিস্তানের কাছে নাকি টাকা নিয়ে ভারতকে ইচ্ছাকৃত হারিয়েছেন শামি !

Mohammed Shami has been subject to vile comments on social media (AP)
Mohammed Shami has been subject to vile comments on social media (AP)
দুবাই: পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার হজম কিছুতেই মেনে নিতে পারছেন না টিম ইন্ডিয়ার ফ্যানরা (India vs Pakistan) ৷ এর জন্য ভারতীয় ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপের শিকার হচ্ছেন ৷ সবচেয়ে খারাপ অবস্থা অবশ্যই মহম্মদ শামির (Mohammed Shami) ৷ আর তাও স্রেফ তাঁর ধর্মপরিচয়ের কারণেই !
ফ্যানরা ট্যুইটারে এবং শামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করেছেন, পাকিস্তানের কাছে নাকি টাকা নিয়ে ভারতকে ইচ্ছাকৃত হারিয়েছেন শামি ! এ ছাড়াও আরও শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ভরিয়ে দিয়েছেন একদল মানুষ ৷ যা নিয়ে শামির কোনও মন্তব্য না পাওয়া গেলেও এ ব্যাপারে ভারতীয় স্পিডস্টারের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা ৷ আকাশ চোপড়া থেকে শুরু করে হরভজন, ইরফান পাঠান প্রত্যেকেই শামির পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের সবারই একই মন্তব্য, এমন বিষয়গুলি কিছুতেই মেনে নেওয়া যায় না !
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া ট্যুইটারে লিখেছেন, ‘‘ অনলাইনে ট্রোল তারাই করেন, যারা খেলোয়াড়দের বাড়িতে বিনা কারণে পাথর ছোড়েন ৷ না আছে তাদের ঠিকঠাক প্রোফাইল বা প্রোফাইল পিকচার...৷’’
advertisement
ইরফান পাঠান লেখেন, ‘‘ আমি যখন খেলতাম, সেইসময়েও পাকিস্তানের কাছে হারের পর আমাকে এই সব শুনতে হত... যে চলে যাও পাকিস্তান ! এ গুলি এবার বন্ধ হওয়া উচিৎ ৷’’
হরভজন লেখেন, ‘‘ আমরা তোমায় ভালোবাসি শামি...৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK | Mohammed Shami: ‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছো...?’ ভারতের হারের পর এ ভাবেই চূড়ান্ত অপমান শামিকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement