হোম /খবর /খেলা /
‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছো...?’ ভারতের হারের পর চূড়ান্ত অপমান শামিকে!

IND vs PAK | Mohammed Shami: ‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছো...?’ ভারতের হারের পর এ ভাবেই চূড়ান্ত অপমান শামিকে!

Mohammed Shami has been subject to vile comments on social media (AP)

Mohammed Shami has been subject to vile comments on social media (AP)

Hatred speech against Mohammed Shami after India lost against Pakistan: ফ্যানরা ট্যুইটারে এবং শামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করেছেন, পাকিস্তানের কাছে নাকি টাকা নিয়ে ভারতকে ইচ্ছাকৃত হারিয়েছেন শামি !

  • Last Updated :
  • Share this:

দুবাই: পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার হজম কিছুতেই মেনে নিতে পারছেন না টিম ইন্ডিয়ার ফ্যানরা (India vs Pakistan) ৷ এর জন্য ভারতীয় ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপের শিকার হচ্ছেন ৷ সবচেয়ে খারাপ অবস্থা অবশ্যই মহম্মদ শামির (Mohammed Shami) ৷ আর তাও স্রেফ তাঁর ধর্মপরিচয়ের কারণেই !

ফ্যানরা ট্যুইটারে এবং শামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করেছেন, পাকিস্তানের কাছে নাকি টাকা নিয়ে ভারতকে ইচ্ছাকৃত হারিয়েছেন শামি ! এ ছাড়াও আরও শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ভরিয়ে দিয়েছেন একদল মানুষ ৷ যা নিয়ে শামির কোনও মন্তব্য না পাওয়া গেলেও এ ব্যাপারে ভারতীয় স্পিডস্টারের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা ৷ আকাশ চোপড়া থেকে শুরু করে হরভজন, ইরফান পাঠান প্রত্যেকেই শামির পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের সবারই একই মন্তব্য, এমন বিষয়গুলি কিছুতেই মেনে নেওয়া যায় না !

আরও পড়ুন- ‘‘আহারে...ঋষভ আউট হতেই মুখটা এমন কেন..?’’সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড ঊর্বশী রাউতেলা!

প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া ট্যুইটারে লিখেছেন, ‘‘ অনলাইনে ট্রোল তারাই করেন, যারা খেলোয়াড়দের বাড়িতে বিনা কারণে পাথর ছোড়েন ৷ না আছে তাদের ঠিকঠাক প্রোফাইল বা প্রোফাইল পিকচার...৷’’

ইরফান পাঠান লেখেন, ‘‘ আমি যখন খেলতাম, সেইসময়েও পাকিস্তানের কাছে হারের পর আমাকে এই সব শুনতে হত... যে চলে যাও পাকিস্তান ! এ গুলি এবার বন্ধ হওয়া উচিৎ ৷’’

হরভজন লেখেন, ‘‘ আমরা তোমায় ভালোবাসি শামি...৷’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: ICC T20 World Cup, T20 World Cup