India vs Pakistan | Urvashi Rautela: ‘‘আহারে...ঋষভ আউট হতেই মুখটা এমন কেন..?’’সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড ঊর্বশী রাউতেলা!

Last Updated:

Urvashi Rautela trolled after Rishabh Pant gets out: পন্থ ফিরতেই ঊর্বশীর মুুখভঙ্গি দেখে ট্যুইটারে ফ্যানেরা লিখেই ফেলেন, এই ক্যামেরাম্যানকে পুরস্কার দেওয়া হোক ৷ দুর্দান্ত ক্যাপচার !

Photo: Twitter
Photo: Twitter
দুবাই: ভারত-পাকিস্তান খেলা মানেই উত্তেজনা চরমে (India vs Pakistan) ! এতদিন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিল ভারত ৷ তা সে টি২০ ফর্ম্যাট হোক, কিংবা ৫০ ওভার ৷ রবিবাসরীয় ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন বলিউডের একাধিক তারকারাও ৷ যাঁদের মধ্যে অন্যতম হলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela) ৷ জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামের গ্যালারিতে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তু তিনি কি কোনও বিশেষ কারোর জন্য গলা ফাটাচ্ছিলেন ? তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা ৷
নেটিজেনদের কোনও জিনিস ‘ইন্টারেস্টিং’ লাগলে তা নিয়ে চর্চা করতে খুব একটা দেরি করেন না ৷ রবিবার ম্যাচ চলাকালীনই  শুরু হয় অভিনেত্রীকে নিয়ে ট্রোলিং ৷ সবারই একটাই মত, ঊর্বশী গলা ফাটালেন ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য ৷
advertisement
advertisement
advertisement
গত ৪ অক্টোবর ছিল পন্থের জন্মদিন। তখন তিনি আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন। পন্থের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা না জানিয়ে ঠিক একদিন পর শুভেচ্ছা জানিয়েছিলেন ঊর্বশী। ২০১৮ সালে পন্থের সঙ্গে ঊর্বশী ডেটিং করছেন বলেই খবর হয়েছিল। কিন্তু পরে দু'জনেরই ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে অবশ্য তাঁদের জীবনে ঠিক কী ঘটছে, তা নিয়ে কারোর কাছেই বিশেষ খবর নেই ৷ তবে ২২ গজে ব্যাট হাতে যখন পন্থ ৷ তখন গ্যালারিতে ঊর্বশীকে একটু বেশিই চার্জড আপ দেখে সবাই নানারকম মজার মন্তব্যে ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া ৷
advertisement
তবে সবচেয়ে মজা হয় পন্থ আউট হওয়ার পর ৷ টিভি ক্যামেরাও অভিনেত্রীকে সে সময় ফোকাস করতে ভোলেনি ৷ পন্থ ফিরতেই ঊর্বশীর মুুখভঙ্গি দেখে ট্যুইটারে ফ্যানেরা লিখেই ফেলেন, এই ক্যামেরাম্যানকে পুরস্কার দেওয়া হোক ৷ দুর্দান্ত ক্যাপচার !
এদিন ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন পন্থ। শাদাব খানের বলে ভুল শট খেলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan | Urvashi Rautela: ‘‘আহারে...ঋষভ আউট হতেই মুখটা এমন কেন..?’’সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড ঊর্বশী রাউতেলা!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement