IND vs PAK: কুলদীপ-বরুণদের দাপটে ধরাশায়ী পাকিস্তান ! ভারতের সামনে জয়ের টার্গেট ১৪৭ রান

Last Updated:

India Vs Pakistan, Asia Cup 2025 Final: এশিয়া কাপের ফাইনালে ১৪৬ রানে অল আউট পাকিস্তান ৷ কুলদীপ যাদব নিলেন ৪টি উইকেট ৷

পাকিস্তান অল-আউট ১৪৬ রানে (Photo: AP)
পাকিস্তান অল-আউট ১৪৬ রানে (Photo: AP)
পাকিস্তান: ১৪৬ (১৯.১ ওভার)
দুবাই: ভাল শুরু করেও লাভ হল না ৷ ১১৩ রানে মাত্র ২ উইকেট পড়েছিল ৷ সেখান থেকে পরপর উইকেট হারিয়ে ১৪৬ রানেই শেষ পাকিস্তান ৷ দুবাইয়ের মাঠে পাকিস্তানের শেষ ৯ উইকেট হারাল মাত্র ৩৩ রানে ৷ ভারতীয় স্পিন ত্রয়ীর সামনে দাঁড়াতেই পারেনি পাক মিডল অর্ডার ব্যাটসম্যানরা ৷ কুলদীপ ৪টে উইকেটের পাশাপাশি এদিন ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাহ ৷ 
advertisement
টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে। এশিয়া কাপের ফাইনাল জিততে ভারতের সামনে টার্গেট ১৪৭ রান।
advertisement
advertisement
Indian fans cheer as Pakistan’s Saim Ayub leaves the ground after losing his wicket during the Asia Cup cricket final between India and Pakistan at Dubai International Cricket Stadium, United Arab Emirates, Sunday, Sept. 28, 2025. (AP Photo/Altaf Qadri)
পাকিস্তানের শুরুটা অবশ্য এদিন ভালই হয় ৷ দুই ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) এবং ফখর জামান (৪৬) রান পান ৷ তবে ফারহান আউট হতেই অল্প সময়ের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং ৷
advertisement
পাকিস্তানের ওপেনিং জুটি এদিন ভাঙেন বরুণ চক্রবর্তী ৷ ৫৭ রান করে বরুণের বলে ছক্কা মারতে গিয়ে আউট সাহিবজাদা ফারহান। তবে দলকে ভাল শুরু দিয়ে গেলেন তিনি। ৮৪ রানে পাকিস্তানের প্রথম উইকেট পড়ে ৷ ভারতের বিরুদ্ধে আরও একটি অর্ধশতরান করতে সফল ফারহান। ফাইনালে ৩৫ বলে ৫০ রান করেছেন তিনি। প্রতি ওভারে বড় শট খেলছেন তিনি। পাওয়ার প্লে-তে পাকিস্তানের রান খুব বেশি না হলেও উইকেটও তুলতে পারেননি ভারতীয় বোলারেরা। পাকিস্তানের প্রথম উইকেট পড়ে ইনিংসের দশম ওভারে ৷ এশিয়া কাপে ছন্দে নেই জসপ্রীত বুমরাহ। সুপার ফোরের মতো ফাইনালেও শুরুতে বুমরাহের বলে হাত খুলছেন পাকিস্তানের দুই ওপেনার। শিবম ভাল বল করলেও বুমরাহ রান দিয়েছেন। তবে দ্বিতীয় স্পেলে ছন্দে ফেরেন বুমরাহ। তাঁর ইয়র্কারে আউট হন রউফ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: কুলদীপ-বরুণদের দাপটে ধরাশায়ী পাকিস্তান ! ভারতের সামনে জয়ের টার্গেট ১৪৭ রান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement