#CWC2019: IND vs NZ: বৃষ্টি থামায় সরল পিচের কভার, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে টস

Last Updated:
#ট্রেন্টব্রিজ: চার দিনে বৃষ্টিতে পণ্ড তিনটি ম্যাচ। বিশ্বকাপে নতুন নজির। তারপরেও আইসিসি বলছে, রিজার্ভ দিন রাখার কোনও প্রশ্নই নেই। এই অবস্থায় ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরেও থাকছে বৃষ্টির পূর্বাভাস ৷ তবে এখন বৃষ্টি থামায় সরেছে পিচের কভার ৷ তবে বৃহস্পতিবার নটিংহ্যামে বৃষ্টির সম্ভাবনা চল্লিশ শতাংশ ৷ তাই ম্যাচ উত্তাপ ছাপিয়ে কোথাও যেন চোখ সেই আকাশেই
বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই অপরাজিত দল ৷ বৃহস্পতিবার নটিংহ্যামে ভারত বনাম নিউজিল্যান্ড ৷ ওয়ার্ম আপে কিউইদের কাছে হার ৷ সেই সঙ্গে শিখরের চোট ৷ কঠিন চ্যালেঞ্জের সামনে বিরাট ব্রিগেড ৷ তবে সব ছাপিয়ে নজর নটিংহ্যামের আকাশে ৷
নটিংহ্যামে মঞ্চ তৈরি কিন্তু বাইশ গজের বাইরের পরিবেশটাই যেন বেসুরো ৷ ধাওয়ানের আঙুল ভাঙা ৷ ধোনির গ্লাভস বিতর্ক ৷ বৃষ্টির ভ্রুকুটি ৷ ক্রিকেট বাদে কোনও কিছুই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার ৷ ফোকাসে ফিরতে লক্ষ্মীবারের মিশন কিউই বিরাটদের সামনে ৷ বিলেতে দুই দলই অপরাজিত ৷ তবে ওয়ার্ম আপে উইলিয়ামসনদের সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছিলেন কোহলিরা ৷ সেই শোধ তোলারও সুবর্ণ সুযোগ ৷ শিখরের না থাকায় ওপেনিংয়ে রাহুল ৷ বড় মঞ্চে প্রমাণ করার আরও একটা সুযোগ এই ডান হাতির ৷ বিশ্বকাপের মহড়ায় বাংলাদেশের বিরুদ্ধে রাহুলের সেঞ্চুরি এসেছিল ওপেনিংয়ে নেমেই ৷ তাহলে চার নম্বরে কে? প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে অবশ্য পুরোমাত্রায় ধোঁয়াশা রাখলেন সঞ্জয় বাঙ্গার ৷
advertisement
advertisement
তবে চার নম্বরে পাল্লা ভারী বিজয় শঙ্করেই ৷ কিউইদের বিরুদ্ধে যার অতীত পারফরমেন্স নজরকাড়া ৷ মেঘলা নটিংহ্যামে বুধবার মহড়ায় কোহলি, রোহিতরা ৷ তবে নেটে পা মাড়ালেন না ভারতীয় পেসাররা ৷ মেঘলা আবহাওয়ার কথা ভেবে এগারোয় ঢুকতে পারেন শামি ৷ সেক্ষেত্রে বাদ পড়তে পারেন কুলদীপ ৷
এক বাংলাদেশ ম্যাচ বাদ দিয়ে বিশ্বকাপে পরীক্ষায়৷ পড়তে হয়নি কিউই ব্যাটিংকে ৷ বৃহস্পতিবারের ভারতীয় পেস অ্যাটাকের সামনে আরও একবার পরীক্ষায় টেলর, উইলিয়ামসনরা ৷ ওয়ার্ম-আপে জিতলেও ভারতকে সমীহ কিউইদের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#CWC2019: IND vs NZ: বৃষ্টি থামায় সরল পিচের কভার, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে টস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement