হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষা, কিন্তু বৃষ্টি কি ভিলেন হতে পারে নাকি! জানুন আয়ারল্যান্ডের আপডেট

Last Updated:

রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷

know today weather and pitch report
know today weather and pitch report
#ডাবলিন: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের দুটি দল, দুটি আলাদা দেশে সফরে গেছে৷ একটি দল রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল৷ যদিও সেখানে কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন হিটম্যান৷ অন্য দলটি হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে আয়ারল্যান্ডে খেলতে গেছে৷ ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ জুলাই থেকে শুরু হবে৷ কিন্তু আয়ারল্যান্ডে আজ থেকেই ম্যাচ শুরু হচ্ছে৷ হার্দিক প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেব পরীক্ষা দেবেন৷  এই সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখে নেবেন৷ কিন্তু প্রথম টি টোয়েন্টি নিয়ে একটা খারাপ খবর সামনে এসেছে৷ আসলে প্রথম টি টোয়েন্টিতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ভারত বনাম আয়ারল্যান্ড এই ম্যাচ রাত ৯ টায় শুরু হত৷
অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷ ম্যাচ চলাকালীনও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা৷ ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ধরণের ঘটনা ঘটলে ফ্যানদের ভাগ্যে শুধু নিরাশাই আসবে৷ দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে৷ এরপর  বৃষ্টি হলে প্লেয়িং কন্ডিশন কতটা কার্যকারী থাকবে তা নির্ভর করবে৷ ডাবলিনে এখন তাপমাত্রা অনেক কম৷ এতে বৃষ্টির কারণে জোরে বোলার অতিরিক্ত আদ্রর্তার ফায়দা ওঠাতে হবে৷
advertisement
advertisement
ব্যাটসম্যানদের জন্য ভাল পিচ
advertisement
ডাবলিনের মালাহাইডে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে৷ পাশাপাশি পিচে ভাল বাউন্স থাকবে৷ এই অবস্থায় বল ব্যাটে ভালভাবে আসবে শট নেওয়া খুব সহজ হবে না৷ এই ময়দানে এখনও অবধি ১৫ টি টোয়েন্টি মোকাবিলা খেলা হয়েছে৷ এখানে ব্যাট করা দল ৬ বার প্রথমে ব্যাট করা দল, এবং রান তাড়া করা দল ৯ বার জিতেছে৷
advertisement
এই থেকে মনে করা হচ্ছে পিচ ব্যাটম্যানদের জন্য অনেকটাই ভাল হবে৷ এই সময়ে গত পাঁচ টি টোয়েন্টি-র ৩ টি তে ১৮০-র বেশি স্কোর হতেই থাক৷ এই ময়দানে প্রথম ইনিংস গড়ে ১৬০ এবং দ্বিতীয় ইনিংস ১৪০ রান করে৷ এই ময়দানে সবচেয়ে বড় স্কোর ২৫২/৩, এবং ৭০ রান ছিল৷
advertisement
আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবরিনও মালাহাইডের উইকেটে ভাল ব্যাটিং করেন৷ তিনি বলেছেন, ‘‘যেখানে এই পিচ ভালভাবে বল আসে৷ প্রথম ম্যাচে মেজাজ এরকই থাকে৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষা, কিন্তু বৃষ্টি কি ভিলেন হতে পারে নাকি! জানুন আয়ারল্যান্ডের আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement