হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষা, কিন্তু বৃষ্টি কি ভিলেন হতে পারে নাকি! জানুন আয়ারল্যান্ডের আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷
#ডাবলিন: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের দুটি দল, দুটি আলাদা দেশে সফরে গেছে৷ একটি দল রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল৷ যদিও সেখানে কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন হিটম্যান৷ অন্য দলটি হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে আয়ারল্যান্ডে খেলতে গেছে৷ ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ জুলাই থেকে শুরু হবে৷ কিন্তু আয়ারল্যান্ডে আজ থেকেই ম্যাচ শুরু হচ্ছে৷ হার্দিক প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেব পরীক্ষা দেবেন৷ এই সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখে নেবেন৷ কিন্তু প্রথম টি টোয়েন্টি নিয়ে একটা খারাপ খবর সামনে এসেছে৷ আসলে প্রথম টি টোয়েন্টিতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ভারত বনাম আয়ারল্যান্ড এই ম্যাচ রাত ৯ টায় শুরু হত৷
অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷ ম্যাচ চলাকালীনও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা৷ ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ধরণের ঘটনা ঘটলে ফ্যানদের ভাগ্যে শুধু নিরাশাই আসবে৷ দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে৷ এরপর বৃষ্টি হলে প্লেয়িং কন্ডিশন কতটা কার্যকারী থাকবে তা নির্ভর করবে৷ ডাবলিনে এখন তাপমাত্রা অনেক কম৷ এতে বৃষ্টির কারণে জোরে বোলার অতিরিক্ত আদ্রর্তার ফায়দা ওঠাতে হবে৷
advertisement
😍 MALAHIDE IS READY
We’re set for tomorrow. C’mon Ireland!!#BackingGreen in association with #Exchange22 and #ABDIndiaSterlingReserve ☘️🏏 pic.twitter.com/uKEfDjHXGH — Cricket Ireland (@cricketireland) June 25, 2022
advertisement

ব্যাটসম্যানদের জন্য ভাল পিচ
advertisement
ডাবলিনের মালাহাইডে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে৷ পাশাপাশি পিচে ভাল বাউন্স থাকবে৷ এই অবস্থায় বল ব্যাটে ভালভাবে আসবে শট নেওয়া খুব সহজ হবে না৷ এই ময়দানে এখনও অবধি ১৫ টি টোয়েন্টি মোকাবিলা খেলা হয়েছে৷ এখানে ব্যাট করা দল ৬ বার প্রথমে ব্যাট করা দল, এবং রান তাড়া করা দল ৯ বার জিতেছে৷
advertisement
এই থেকে মনে করা হচ্ছে পিচ ব্যাটম্যানদের জন্য অনেকটাই ভাল হবে৷ এই সময়ে গত পাঁচ টি টোয়েন্টি-র ৩ টি তে ১৮০-র বেশি স্কোর হতেই থাক৷ এই ময়দানে প্রথম ইনিংস গড়ে ১৬০ এবং দ্বিতীয় ইনিংস ১৪০ রান করে৷ এই ময়দানে সবচেয়ে বড় স্কোর ২৫২/৩, এবং ৭০ রান ছিল৷
advertisement
আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবরিনও মালাহাইডের উইকেটে ভাল ব্যাটিং করেন৷ তিনি বলেছেন, ‘‘যেখানে এই পিচ ভালভাবে বল আসে৷ প্রথম ম্যাচে মেজাজ এরকই থাকে৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2022 3:10 PM IST