Jasprit Bumrah: এক বছর পর অধিনায়ক হয়ে কামব্যাক বুমরাহের, আয়ারল্যান্ডে সিরিজে দলে রিঙ্কু-মুকেশ-শাহবাজ

Last Updated:

Team India's squad for upcoming T20 series against Ireland: সোমবার বিসিসিআই আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করে। সেই দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়ারকে।

মুম্বই: জসপ্রীত বুমরাহ যে সম্পূর্ণ চোটমুক্ত সেই কথা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে যে বুমরাহ দলে ফিরতে পারেন সেই আভাসও পাওয়া গিয়েছিল। অনুশীলন ম্যাচে ১০ বল করে ২ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি ফেরা জন্য তৈরি। তবে এক বছরের বেশি সময় পর দলে যে অধিনায়ক হিসেবে ফিরবেন তা কল্পনাও করতে পারেননি অনেকে। কিন্তু হল সেটাই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে কামব্যাক করলেন জসপ্রীত বুমরাহ।
সোমবার বিসিসিআই আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করে। সেই দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়ারকে। যিনি এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সারির দলের নেতৃত্ব দেবেন। শুধু বুমরাহ নয়, আয়ারল্যান্ড সিরিজে চোট সারিয়ে দলে ফিরছেন আরও এক পেসার প্রসিধ কৃষ্ণাও। চোটের পর তাঁরও অস্ত্রোপচার হয়েছিল। বিশ্বকাপের বছরে আয়ারল্যান্ড সিরিজ ততটা গুরুত্বপূর্ণ হত না, যদি না সেটা বুমরাহের কামব্যাক সিরিজ হত। কারণ এই সিরিজে বুমরাহের ফিটনেসের উপর নির্ভর করবে তিনি এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে থাকবেন কিনা।
advertisement
advertisement
advertisement
এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিডে ভারতীয় দলে জায়গা পেয়েছেন কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। এশিয়ান গেমসের দলে এর আগেই জায়াগা পেয়েছেন রিঙ্কু। দলে রয়েছে বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। ফলে আয়ারল্যান্ড সিরিজ একদিকে বুমরাহের কামব্যাক সিরিজ ও দলের সকল সিনিয়র ক্রিকেটারদের ছাড়া আয়ারল্যান্ড সিরিজ দলের তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাম করার মঞ্চ।
advertisement
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah: এক বছর পর অধিনায়ক হয়ে কামব্যাক বুমরাহের, আয়ারল্যান্ডে সিরিজে দলে রিঙ্কু-মুকেশ-শাহবাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement