MS Dhoni: ফের রাঁচির রাস্তায় গতির ঝড় তুললেন ধোনি, সঙ্গী আরও এক ভিন্টেজ কার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: স্বভাবে শান্ত হলেও গতি যে এম এস ধোনির কতটা পছন্দ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ধোনির গ্যারাজে বাইক ও গাড়ির কালেকশন দেখে চোখ ছানাবড়া হয়ে যায় অনেকেরই। এবার আরও একটি ভিন্টেজ গাড়ি চালাতে দেখা গেল ধোনিকে।
রাঁচি: স্বভাবে শান্ত হলেও গতি যে এম এস ধোনির কতটা পছন্দ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ধোনির গ্যারাজে বাইক ও গাড়ির কালেকশন দেখে চোখ ছানাবড়া হয়ে যায় অনেকেরই। এই সকল গাড়ি ও বাইক ধোনি নিজের হাতে যত্ন নেন। ঘুরিয়ে ফিরিয়ে চালান সবকটিই। এবার রাঁচির রাস্তায় আরও একটি ভিন্টেজ গাড়ি নিয়ে বেরোলেন প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। ঝড় তুললেন গতিতে। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
কয়েক দিন আগেই রাঁচীর একটি হাইওয়েতে নীল রঙের একটি রোলস রয়েস গাড়ি চালাতে দেখা গিয়েছিল ধোনিকে। এক ভক্ত বলেছিলেন সেই গাড়িটি নাকি ১৯৮০ সালের। এবার আরও তার থেকেও পুরানো গাড়ি নিয়ে ধোনিকে দেখা গেল রাঁচির রাস্তায়। চেন্নাই সুপার কিংস অধিনায়ক এবার যে ভিন্টেজ কার নিয়ে রাস্তায় বেরোলেন তার নাম পন্টিয়াক ট্রান্স-অ্যাম ১৯৭৩। লাল রঙের গাড়িতে একাই দেখা যায় ধোনিকে। তাঁর পরনে একটি সানগ্লাস এবং স্লিভলেস টি-শার্ট।
advertisement
Latest Video Of MS Dhoni Driving His Vintage Pontiac Trans-Am 1973.
His New Looks 🥶
|#MSDhoni| pic.twitter.com/Nax3smaTJx— Warra 🏆 For RCB, Warra Legal 🏆 for MI (@balltamperrerr) July 31, 2023
advertisement
advertisement
ধোনির এই গাড়িটি এর আগে খুব একটা দেখা যায়নি। ভিডিওতে দেখা যায় ফাঁকা রাস্তায় ঝড়ের গতিতে পন্টিয়াক ট্রান্স-অ্যাম ১৯৭৩ ছোটাচ্ছেন ধোনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ধোনির গাড়ির গতিবেগের মতই দ্রুত ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ধোনির মাচো লুকস মন জিতে নেয় সকলের। প্রসঙ্গত, ভিন্টেজ গাড়ির সখ ধোনির নতুন নয়। স্ত্রীর জন্মদিনেও উপহার দিয়েছিলেন ভিন্টেজ গাড়ি। তবে ধোনির একের পর এক ভিন্টেজ গাড়ির কালেকশন সত্যিই অবাক করার মত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 7:50 PM IST