Suryakumar Yadav: টি-২০-তেই উজ্জ্বল সূর্যকুমার যাদব, ৫০ ওভারে এলেই সূর্য স্তিমিত-অস্তমিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia World Cup 2023 Final: একদিনের বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পরই আতস কাঁচের নীচে। ভারতীয় দলের যাদের পারফরম্যান্স প্রশ্নের মুখে তাদের মধ্যে উপরের তালিকায় সূর্যকুমার যাদব।
আহমেদাবাদ: একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পরই আতস কাঁচের নীচে ভারতীয় দলের একাধিক খেলোয়ারের পারফরম্যান্স। যাদের পারফরম্যান্স প্রশ্নের মুখে তাদের মধ্যে উপরের তালিকায় সূর্যকুমার যাদব। টি-২০-তে তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেও থেকেছেন। এমনকী এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা টেনে তাঁকে দেওয়া হয়েছে মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও। কিন্তু সেই সূর্যকুমার যাদব একদিনের ক্রিকেটে এলেই সব হম্বিতম্বি শেষ। টি-২০ ক্রিকেটে যে উজ্জ্বল ৫০ ওভার এলেই সেই সূর্য স্তিমিত-অস্তমিত।
হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশে। বাংলাদেশ ম্যাচের পর থেকে নিয়মিত সব ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু একটি ৪৯ ছাড়া আর কোনও আহামরি স্কোর নেই সূর্যের। বিশ্বকাপে যে সাতটি ম্যাচ সুূর্যকুমার যাদব খেলেছেন তাতে তাঁর স্কোর ২, ৪৯, ১২, ২২, ২, ১ ও ১৮। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও ইনিংস গোটা বিশ্বকাপে খেলতে পারেননি তথাকথিত মিস্টার ৩৬ ডিগ্রি।
advertisement
ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যকরী ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যখন তিনি ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ৩৫.৫ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান। যেখানে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলার কথা সূর্যকুমারের, সেখানে অনেকটা নিজেকে বাঁচিয়ে ব্যাটিং করার চেষ্টা করেন তিনি। ওভারের শুরুতেই রান নিয়ে টেলেন্ডারদের চাপে ফেলে দেন তিনি। এমনকী স্লগ ওভারেও হিট করতে পারেননি সূর্য। ১৮ রান করে আউট হন।
advertisement
advertisement
এমনিতেই ওয়ান ডে ক্রিকেটে সূর্যকুমারের জায়গা নড়বড়ে। বিশ্বকাপের দলে তাঁকে সুযোগ দেওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। আর বিশ্বকাপে যে পারফরম্যান্স করলেন সূর্যকুমার যাদব তাতে আগামি দিনে একদিনের ভারতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 10:09 PM IST