India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে? ফাইনালের আগে জেনে নিন অজানা তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
What is the Weight and Market Price of World Cup 2023 Trophy: রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় গোটা দেশ। তবে বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে, তার ওজন কত, ট্রফিটির বাজামূল্য কত, এই সকল বিষয় অনেকেই জানেন না।
advertisement
advertisement
advertisement
আইসিসি চাইছিল একটি ব্যতিক্রমধর্মী টফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। এই ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। যা একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো। রুপোর তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
advertisement
advertisement
advertisement
এবার আসা যাক বিশ্বকাপ ট্রফিটির দাম কত অর্থাৎ ট্রফিটি তৈরি করতে কত খরচ হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা। ট্রফিটিতে ১৯৯৯ থেকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও ১১টি জায়গা রয়েছে ট্রফিটিতে। তারপর বদল করতেহবে এই ট্রফি।