মেলবোর্নে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে ? দেখে নিন

Last Updated:
#মেলবোর্ন: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে রহস্য। যেই রহস্যের নাম ভারতীয় দলের প্রথম একাদশ। শাস্ত্রীর হাতে ১৯ জন ক্রিকেটার। সবাই ফিট। কিন্তু কে নামবেন মেলবোর্নে ? কোহলিদের কোচের কথায় চরম ধোঁয়াশা। বদলের সম্ভবনা অজি শিবিরেও। ব্যর্থ হ্যান্ডসকম্বের বদলে ঢুকে পড়তে পারেন মিচেল মার্শ। ম্যাচ শুরুর আগে স্মিভ স্মিথকে অস্ট্রেলিয়ার বিরাট কোহলি বলে মন্তব্য অজি কোচ ল্যাঙ্গারের।
এমসিজিতে বক্সিং ডে টেস্ট। যার মাহাত্ম্যই আলাদা। তবে মাঠে বল পড়ার আগেই ভারত ও অস্ট্রেলিয়া - দুই শিবিরে নানা জল্পনা। বদল নিশ্চিত। পারথে হারের পর দল নির্বাচন নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল কোহলি-শাস্ত্রীর। যদিও দুই মহারথী নিজেদের যুক্তিতে অনড় ছিলেন। আবার জাডেজার ফিটনেস নিয়ে শাস্ত্রীর কথায় নতুন করে ধোঁয়াশা। বক্সিং ডে টেস্টের আগে ভারতের হাতে ১৯জন ফিট ক্রিকেটার। যা বিদেশের মাঠে নজির। ময়াঙ্ক আগরওয়ালের কি অভিষেক হবে ? না পার্থিব প্যাটেলকে দিয়ে ওপেনিং ? অশ্বিন, রোহিত কি ফিট ? খেলবেন হার্দিক পান্ডিয়া ? বক্সিং ডে টেস্টের আগে প্রশ্ন অনেক। কিন্তু উত্তর দেবেন কে?
advertisement
advertisement
এদিকে ক্রিসমাস উইকে নতুন মেজাজে টিম অস্ট্রেলিয়া। প্র্যাকটিসের ফাঁকে স্যান্টার সাজে কামিন্স, লায়নরা। বক্সিং ডে টেস্টের আগে আবার দলের সঙ্গে যোগ দিয়েছে ৭ বছরের ছোট্ট আর্চি। হার্টের বিরল অসুখে ভুগছে। আলাপ হয়েছে নতুন টিমমেটদের সঙ্গে। মাঠের বাইরে যতটাই খোশমেজাজ। প্র্যাকটিসে ততটাই সিরিয়াস পেইনরা। পারথে জিতলেও মেলবোর্নে প্রথম একাদশে বদল হতে পারে। পিচ দেখেই মিচেল মার্শকে খেলানোর ভাবনা ল্যাঙ্গারের। সেক্ষেত্রে বসতে পারেন অফ ফর্মের হ্যান্ডসকম্ব। সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গারের মুখে আবার স্মিথ-ওয়ার্নার প্রসঙ্গ। নির্বাসিত ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরাট কোহলি বলে মন্তব্য অজি কোচের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেলবোর্নে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে ? দেখে নিন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement