হোম /খবর /খেলা /
জাদেজার কথা এমন রিভিউ নিলেন রোহিত, হেসে লুটোপুটি খেলেন আম্পায়ার, দেখুন ভিডিও

IND vs AUS: জাদেজার কথা এমন রিভিউ নিলেন রোহিত, হেসে লুটোপুটি খেলেন আম্পায়ার, দেখুন ভিডিও

রোহিত ও জাদেজা

রোহিত ও জাদেজা

IND vs AUS: আহমেদাবাদ টেস্ট ৪৮০ রানের বিশাল স্কোর করল অস্ট্রেলিয়া। প্রথম দিনে উসমান খোয়াজার অনবদ্য শতরানের পর দ্বিতীয় দিনে শতরান করল গ্রিন। প্রথম ইনিংসে ভারতের ৬ উইকেট নিলেন অশ্বিন। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬।

  • Share this:

আমেদাবাদ: আমেদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে অলআউট করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতীয় দলকে। ৪৮০ রানের বিশাল স্কোর করে থামে ব্যাগি গ্রিনরা। ম্যাচে কেএস ভরতের ক্যাচ মিস থেকে একাধিক সুযোগ নষ্টের খেসারতও দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর যে জুটিতে ভর করে এত বড় স্কোরে পৌছেয় অজিরা সেই উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন দুজনেই শতরান করেন। ২০৮ রানের পার্টনারশিপ করেন তারা। আর এই জুটি ভাঙার জন্য রবীন্দ্র জাদেজার কথা শুনে এমন একটি রিভিউ নেন রোহিত শর্মা যা দেখে হাসি চাপতে পারেননি আম্পায়রও। নেট দুনিয়াতেও উঠেছে হাসির রোল।

অস্ট্রেলিয়ার ইনিংসে ১২৮তম ওভারে ঘটে এই ঘটনা। রবীন্দ্র জাদেজার অফ সাইডের বাইরের বল প্যাডে লাগে রবীন্দ্র জাদেজা। বল অফ স্টাম্প থেকে অনেকটা বাইরে পড়লেও আউটের আবেদন জানায় গোটা ভারতীয় দল। শেষ পর্যন্ত জাদেজার সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন রোহিত। রিভিউতে দেখা যায়, জাডেজার বল অফ স্টাম্পের অনেক বাইরে পড়েছে। শুধু তাই নয় বল যেখানে খোয়াজার প্যাডে লেগেছে, সেটাও অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে। ভারতীয় দলের আবেদন নাকোচ করে দেন থার্ড আম্পায়ার। আর রিভিউ দেখে হেসে ফেলেন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো। এমনকি সেই ধারাভাষ্য দিতে থাকা রবি শাস্ত্রীও মজা করে বলেন ভারতীয় দল দেখে নিল তৃতীয় আম্পায়র জেগে আছে কিনা।

আরও পড়ুনঃ বাবার স্বপ্নপূরণের জেদ, অভাব-চোট সহ শত বাধার পর সাফল্য, সাইকা ইশাকের জীবন সত্যিই অনুপ্রেরণার

প্রসঙ্গত, চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৪৮০ রানের বিশাল স্কোর করেছে অস্ট্রেলিয়া। জোড়া শতরনা করেছেন উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন। ডবল সেঞ্চুরি হাতছাড়া করলেও ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন করেন ১১৪ রান। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনের শেষে ১০ ওভার ব্যাট করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ব বিনা উইকেটে ৩৬। ১৭ রানে ১৮ রানে অপরাজিত রোহিত ও শুভমান তৃতীয় দিনে কঠিন লড়াই অপক্ষা করলেও অন্তত দ্বিতীয় দিনের শেষে ১০ উইকেট হাতে রয়েছে ভারতের।

Published by:Sudip Paul
First published:

Tags: India vs Australia, Ravindra Jadeja, Rohit Sharma