IND vs AUS: শামি-সিরাজের পেস ও জাড্ডুর ভেলকিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া, ভারতের টার্গেট মাত্র ১৮৯

Last Updated:

IND vs AUS: মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিং কিছুটা চাপ বাড়ালেও তা ছিল সাময়ীক। ওয়াংখেড়ে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। ১৮৮ রানে অলআউট ব্যাগি গ্রিনরা।

মুম্বই: মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিং কিছুটা চাপ বাড়ালেও তা ছিল সাময়ীক। ওয়াংখেড়ে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। ব্যাটিং উইকেটে রান রেট ভালো থাকলেও ৩৬ ওভারও ব্যাট করতে পারল না স্টিভ স্মিথের দল। মহম্মদ শামি-মহম্মদ সিরাজের পেস অ্যাটাক ও রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের স্পিনের ভেলকির সামনে মাত্র ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৮১ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত ব্যাগি গ্রিনদের। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন শানি ও সিরাজ। ২টি উইকেট জাদেজা, একটি করে উইকেট নেন কুলদীপ ও হার্দিক পান্ডিয়া।
ওয়াংখেড়েতে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। এই প্রথম একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করছেন হার্দিক। তবে ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে হার্দিকের বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু টিম ইন্ডিয়ার বোলিং লাইন প্রমাণ করে দেন হার্দিকের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। মিচেল মার্শ ছাড়া কোনও অজি ব্যাটারকে ভারতীয় বোলারদের সামনে স্বাচ্ছন্দ বোধ করেননি। মার্শ ও স্টিভ স্মিথের ৭২ রান ও মার্শ ও মার্নাস লাবুশানের ৫২ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি ক্রিজে দাঁড়াতে পারেনি। পাটা উইকেটে ভারতীয় বোলাররা এদিন পাটা উইকেটে যে বোলিং করেছেন তা সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে ভারতের সেরা বোলিং পারফরম্যান্স বলে আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
শুধু বোলিং নয় এদিন নজর কেড়েছে ভারতীয় দলের ফিল্ডিংও। উকেটের পিছনে ভালো ক্যাচ নিয়েছেন কেএল রাহুল। একই সঙ্গে লেগ স্ট্যাম্পের বাইরে অবধারিত কিছু ওয়াইড বলে বাউন্ডারিও রুখে দিয়েছেন রাহুল। এছড়া রবীন্দ্র জাদেজা অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পাশাপাশি ভালো ফিল্ডিংও করেছেন। স্লিপে ভালো ক্যাচ ধরেন শুভমান গিল। সব মিলিয়ে প্রথম ইনিংসে ভারতীয় দলের পারফম্যান্সকে পুরো নাম্বার দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ওয়াংখেড়ের উইকেচে ১৮৯ রান তাড়া করা ভারতীয় দলের পক্ষে খুব একটা সমস্যা হওয়ারও কথা নয়।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: শামি-সিরাজের পেস ও জাড্ডুর ভেলকিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া, ভারতের টার্গেট মাত্র ১৮৯
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement