India vs Afghanistan: টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচ, কারা পাবে নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ

Last Updated:

India vs Afghanistan 3rd T20 Probable 11: ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এরপর সোজা বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া।

বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুটি টি-২০ ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ ম্যাচে আফগানদের হোয়াইট ওয়াশ করার হাতছানি ভারতের সামনে। ধারে-ভারে আফগানদের থেকে ভারত কতটা এগিয়ে তা প্রথম ২ ম্যাচেই বোঝা গিয়েছে। ফলে সিরিজ ৩-০ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এরপর সোজা বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। ফলে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। সকারণ সিরিজ জিতে যাওয়ার এদিনের ম্যাচে দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ পাবেন বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার।
advertisement
তৃতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। সেক্ষেত্রে এদিন বাইরে থাকতে হতে পারে জিতেষ শর্মা ও রিঙ্কু সিং। এছাড়া রবি বিষ্ণোইয়ের জায়গায় দলে ফিরতে পারেন কুলদীপ যাদব। এছাড়া মুকেশ কুমারের জায়গায় দলে সুযোগ পেতে পারেন আভেশ খান। এছাড়া রোহিত শর্মা প্রথম ২ ম্যাচে রান পাননি। বুধবার রানে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক। কোহলির কাছে বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছে ফ্যানেরা।
advertisement
advertisement
তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আবেশ খান, আর্শদীপ সিং।
advertisement
তৃতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জনত, গুলাবদিন নইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি, নবীন উল হক, মুজিব উর রহমান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Afghanistan: টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচ, কারা পাবে নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement