ভি-ডে’র ভাইজ্যাগে সিরিজ ফয়সালা,পাণ্ডিয়া না নেগি? দোলাচলে শাস্ত্রীরা

Last Updated:

বিশাখাপত্তনমের মাঠ ভারতীয়দের জন্য যথেষ্ট পয়াই বলা যেতে পারে ৷ ছ’টা ওয়ান-ডে খেলে চারটে জিতেছে ভারত। একটা পরিত্যক্ত। তিন বছর আগে একটাই টি-২০ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ছিল কারণ, এক বলও খেলা হয়নি। পুণের মত থমকে আসা উইকেট নয়। ভাইজ্যাগে স্ট্রোক প্লেয়ারদের আদর্শ ২২ গজ। তাই রবিবার প্রেমের দিনেও খুনে মেজাজে মাঠে নামতে মরিয়া ভারতীয় ব্যাটিং।

#বিশাখাপত্তনম: এশিয়া কাপের আগে পিছিয়ে পড়া সিরিজ জেতার সুবর্ন সুযোগ। ভ্যালেন্টাইন্স ডে-র রবিবাসরীয় বিশাখাপত্তনমে ভারতের সামনে শ্রীলঙ্কা। রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে বড় রানের হাতছানি। তবে পাণ্ডিয়া না নেগি, কাকে খেলানো হবে, তা নিয়ে এখন দোলাচলে ধোনি-শাস্ত্রীরা।
সিরিজ জয়কে অগ্রাধিকার না বিশ্বকাপের আগে আরেকপ্রস্থ এক্সপেরিমেন্ট? ভ্যালেন্টাইন্স ডে-র বিশাখাপত্তনমে এটাই ধোনি-শাস্ত্রীদের সামনে আসল চ্যালেঞ্জ। পুণের ৫ উইকেটে হার থেকে ঘুরে দাঁড়িয়ে রাঁচিতে ৬৯ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। টি-২০ ফর্ম্যাটে ৬৯ রানে জয় বিশাল মার্জিন। রাজশেখর রেড্ডির নামাঙ্কিত স্টেডিয়ামে ধোনিরা জিতলে পুণে নিছকই একদিনের দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হবে। একইসঙ্গে আত্মবিশ্বাসে চাঙ্গা হয়েই পদ্মাপারে এশিয়া কাপ খেলতে রওনা দিতে পারবে ভারত।
advertisement
এমনিতে ধারে-ভারে এই শ্রীলঙ্কায় ভীতিপ্রদ কিছু নেই। দিলশানের ব্যাট না চললে চান্দিমল। বাকি কাপুগেদেরা, গুণতিলকেদের নিয়ে চিন্তিত নয় ভারতীয় বোলিং। ডেথে বল জায়গায় রাখছেন নেহরা, বুমরাহ। পরীক্ষার খাতিরে এই ম্যাচে পবন নেগিকে পরখ করতে গেলে বসাতে হবে হার্দিক পাণ্ডিয়াকে। হার্দিক আবার আগের ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলে বসে আছেন।
advertisement
বিশাখাপত্তনমের মাঠ ভারতীয়দের জন্য যথেষ্ট পয়াই বলা যেতে পারে ৷ ছ’টা ওয়ান-ডে খেলে চারটে জিতেছে ভারত। একটা পরিত্যক্ত। তিন বছর আগে একটাই টি-২০ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ছিল কারণ, এক বলও খেলা হয়নি। পুণের মত থমকে আসা উইকেট নয়। ভাইজ্যাগে স্ট্রোক প্লেয়ারদের আদর্শ ২২ গজ। তাই রবিবার প্রেমের দিনেও খুনে মেজাজে মাঠে নামতে মরিয়া ভারতীয় ব্যাটিং।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভি-ডে’র ভাইজ্যাগে সিরিজ ফয়সালা,পাণ্ডিয়া না নেগি? দোলাচলে শাস্ত্রীরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement