আজ জিতলেই বিশ্বকাপ সেমিফাইনাল! বড় ম্যাচে শুরুতেই এগিয়ে গেল ভারত!

Last Updated:

Ind W vs Eng W live: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ম্যাচে ভারতের মেয়েরা। জিতলেই বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা।

সেন্ট জর্জ পার্ক: আজ জিতলে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা কার্যত পাকা ভারতের মহিলা ক্রিকেট দলের। আর এবার টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয় মেয়েরা যা পারফর্ম করছেন তাতে তাঁদের সেমিতে দেখতে শুরু করেছেন অনেকেই।
গত বছর সেপ্টেম্বর মাসে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে একদিনের সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করেছিল ভারতের মেয়েরা। তার পর আজ আবার ভারতের সামনে ইংল্যান্ড।
গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক।
advertisement
আরও পড়ুন- দ্বিতীয় ইনিংসে ব্যাট ঝড় অস্ট্রেলিয়ার, অশ্বিনদের কড়া চ্যালেঞ্জ হেডদের
আজ অবশ্য ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের মহিলা দল বদলা নেওয়ার ছক কষবে, সেটা বলাই যায়। শনিবার নিজেদের তৃতীয় লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে কার্যত হেলায় হারিয়েছে ভারতের মেয়েরা।
advertisement
কে না জানে, ইংল্যান্ড মানেই ভারতের কাছে কঠিন প্রতিপক্ষ। আজ যদি ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে বি-গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে হরমনপ্রিৎ কউরের দল। আগের দুটি ম্যাচে ভারতীয় দল জাত চিনিয়েছে। জেমাইমা রডরিগেজরা বুঝিয়ে দিয়েছেন, এবার বিশ্বকাপ জেতার ব্যাপারে তাঁদের দল হট ফেভারিট।
বাংলা খবর/ খবর/খেলা/
আজ জিতলেই বিশ্বকাপ সেমিফাইনাল! বড় ম্যাচে শুরুতেই এগিয়ে গেল ভারত!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement