দ্বিতীয় ইনিংসে ব্যাট ঝড় অস্ট্রেলিয়ার, অশ্বিনদের কড়া চ্যালেঞ্জ হেড, লাবুশানেদের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Australia positive start in second innings against India at Delhi test. দ্বিতীয় ইনিংসে ব্যাট ঝড় অস্ট্রেলিয়ার, অশ্বিনদের চ্যালেঞ্জ হেড, লাবুশানেদের
দিল্লি: অক্ষর প্যাটেল এবং রবি অশ্বিন মিলে ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দ্বিতীয় দিনে। বিরাট, রবীন্দ্র জাদেজা ফিরে গেলেও এই দুজনে মিলে একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করলেন। শেষ পর্যন্ত ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে মাত্র এক রান কম করল। অক্ষর নয় নম্বরে নেমে যেভাবে ব্যাট করছেন তার জন্য কোন প্রশংসা যথেষ্ট নয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় দিনে প্রথম সেশনে পরপর চার উইকেট হারানোর পর দেখার ছিল চা বিরতির আগে পর্যন্ত ভারত কিভাবে লড়াই করে। সেটা পুরোটাই নির্ভর করছিল বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ওপর। ধৈর্য দেখিয়ে এগোচ্ছিলেন বিরাট। নিজের ঘরের মাঠে বেশ কিছু দেখার মত শট মারলেন।
কিন্তু ঠিক ৫০ করার আগেই আউট হয়ে গেলেন খুনেম্যানের বলে। ৪৪ করেই থামতে হল বিরাটকে। উইকেটরক্ষক ভরত সুইপ করতে গিয়ে আউট হলেন। পঞ্চম উইকেট নিলেন লায়ন। কিন্তু চা বিরতির আগে এরপর কিছুটা রুখে দাঁড়ালেন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। বিশেষ করে অক্ষর শুধু ডিফেন্স করলেন না, প্রয়োজনে পাল্টা মারলেন।
advertisement
advertisement
Stumps on Day 2⃣ of the second #INDvAUS Test! 1️⃣ wicket for @imjadeja as Australia reach 61/1 at the end of day's play. A crucial day coming up tomorrow 👌🏻 Scorecard ▶️ https://t.co/hQpFkyZGW8…#TeamIndia | @mastercardindia pic.twitter.com/Jr6AHAGDUf
— BCCI (@BCCI) February 18, 2023
advertisement
৯ নম্বরে এখন তিনি ব্যাট হাতে ভারতের ভরসা বুঝিয়ে দিচ্ছেন অক্ষর। অন্যদিকে আছেন অভিজ্ঞ অশ্বিন। ভারতের টার্গেট থাকবে আজ দ্বিতীয় দিনের শেষে অলআউট না হওয়া। সম্ভব হলে লিড নিতে না পারলেও অস্ট্রেলিয়ার রানের আরো কাছাকাছি নিজেদের নিয়ে যাওয়া। তবেই দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তার জন্য এই দুই ব্যাটসম্যানকে আরও ধৈর্য এবং লড়াই করতে হবে। ভারতের কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত ভালো চেষ্টা করবে অস্ট্রেলিয়ার টোটালের যতটা কাছাকাছি যেতে সম্ভব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া পজিটিভ মানসিকতার পরিচয় দেখিয়েছে। উসমান খোজার উইকেট হারালেও নতুন ওপেনার ত্রভিস হেড এবং তিন নম্বরে নামা লাবুশেন একদিনের মেজাজে ব্যাট করলেন শেষ কয়েকটা ওভার।
advertisement
ভারতীয় স্পিনারদের সামলানোর ক্ষেত্রে আক্রমণ করাই সেরা পথ হয়তো মনে করছে অস্ট্রেলিয়ানরা। নাগপুর টেস্টে ভারতের কাছে লজ্জাজনক হারের পর দিল্লিতে অস্ট্রেলিয়া জয় পেতে চাইবে। তার জন্য ভারতীয় স্কিনারদের সামাল দেওয়া তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেভিড ওয়ার্নার না থাকলেও হেড কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। তবে ভারত আগামীকাল দুটো উইকেট তাড়াতাড়ি নিতে পারলে অস্ট্রেলিয়া খুব বেশি লিড নিতে পারবে না। তাই রোহিত শর্মা সেই চেষ্টা করবেন চোখ বন্ধ করে বলা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 5:15 PM IST