IND vs WI 1st T-20 At Eden: রোহিত শর্মার সঙ্গে ইডেনের প্রেমকাহিনী চলছেই, ওয়েস্ট ইন্ডিজকে হারাল টিম ইন্ডিয়া

Last Updated:

Rohit Sharma At Eden: ইডেন মানেই রোহিত শর্মার ঝড়। এদিনও তাই হল। সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

রোহিত শর্মা আর ইডেন গার্ডেন্স। যেন এক অমর প্রেমকাহিনী। পয়া ইডেনে নামলেই রোহিত শর্মাকে থামানো দায় হয়ে যায় বিপক্ষ দলের পক্ষে। এবারও তাই হল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৯ বলে ৪০ রানের ঝড় তুললেন হিটম্যান।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান দল তোলে ১৫৭ রান। নিকোলাস পুরান ৪৩ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস খেলেন। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান দল তোলে ১৫৭ রান। নিকোলাস পুরান ৪৩ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস খেলেন।
advertisement
রোহিত শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তিনি যেন এদিন নতুন কিছু শটের আবিষ্কার করলেন ক্রিকেটের নন্দন কাননে। করলেন ১৮ বলে ৩৪ রান। ভেঙ্কটেশ আইয়ার ১৩ বলে ২৪ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন। রোহিত শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তিনি যেন এদিন নতুন কিছু শটের আবিষ্কার করলেন ক্রিকেটের নন্দন কাননে। করলেন ১৮ বলে ৩৪ রান। ভেঙ্কটেশ আইয়ার ১৩ বলে ২৪ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন।
advertisement
advertisement
শুরু থেকেই ভারতীয় স্পিনারদের খেলতে হিমশিম খাচ্ছিলেন পোলার্ডরা। রবি বিষ্ণোইয়ের এদিন ইডেনে অভিষেক হয়েছে। তিনি ৪ ওবারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। শুরু থেকেই ভারতীয় স্পিনারদের খেলতে হিমশিম খাচ্ছিলেন পোলার্ডরা। রবি বিষ্ণোইয়ের এদিন ইডেনে অভিষেক হয়েছে। তিনি ৪ ওবারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
advertisement
সাত বল বাকি থাকতেই এদিন জয় তুলে নিল টিম ইন্ডিয়া। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।  তবে বিরাট কোহলির অফ ফর্ম ভারতের জন্য চিন্তার কারণ হয়েই থাকল। সাত বল বাকি থাকতেই এদিন জয় তুলে নিল টিম ইন্ডিয়া। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। তবে বিরাট কোহলির অফ ফর্ম ভারতের জন্য চিন্তার কারণ হয়েই থাকল।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI 1st T-20 At Eden: রোহিত শর্মার সঙ্গে ইডেনের প্রেমকাহিনী চলছেই, ওয়েস্ট ইন্ডিজকে হারাল টিম ইন্ডিয়া
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement