Ind vs WI: রোহিতের সঙ্গে ওপেনিং জুটি ইশান কিষাণের ভাঙতে চলেছে, দ্বিতীয় একদিনের ম্যাচেই বদল!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তরুণ ওপেনার ইশান কিষাণ (Ishan Kishan) ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে৷ তিনি ৩৬ বলে২ টি চার এবং ১ টি ছক্কার সঙ্গে ২৮ রান করেন৷ ইশান কিষাণ (Ishan Kishan) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৮৪ রানের ওপেনিং পার্টনারশিপ করেন৷
#আহমেদাবাদ: ভারতীয় ক্রিকেট দল সিরিজের প্রথম একদিনের ম্যাচ তথা ভারতীয় দলের ১০০০তম একদিনের ম্যাচে (1000 ODI) ৬ উইকেটে জিতেছে৷ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে খেলা এই ক্রিকেট ম্যাচ ছিল ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (IND vs WI)৷ ভারত এদিনের ম্যাচ ১৭৬ রানে ওয়েস্টইন্ডিজকে বেঁধে রেখেছিল৷ তারপর মাত্র ২৮ওভারেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ তরুণ ওপেনার ইশান কিষাণ (Ishan Kishan) ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে৷ তিনি ৩৬ বলে২ টি চার এবং ১ টি ছক্কার সঙ্গে ২৮ রান করেন৷ ইশান কিষাণ (Ishan Kishan) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৮৪ রানের ওপেনিং পার্টনারশিপ করেন৷
অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ওয়ানডে যুব অধিনায়কের সঙ্গে ইশান কিষাণের সঙ্গে ওপেনিং জুটি হয়েছিল৷ এই জুটিতে ১৩ ওভারে ৮৪ রান ওঠে৷ ইশান কিষাণ খুব ভাল সমন্বয়ের সঙ্গে খেলেন রোহিত শর্মা অর্ধশতরান করেন ৫১ বলে ১০ টি চার এবং ১ টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন৷ কিন্তু ইশান কিষাণের (Ishan Kishan) দ্বিতীয় একদিনের ম্যাচে খেলা কার্যত না -র বরাবর৷ অর্থাৎ রোহিত শর্মার (Rohit Sharma) ওপেনিং জুটি কোনও অন্য ক্রিকেটারের সঙ্গে হবে৷
advertisement
advertisement
এই কারণে কে এল রাহুলের (KL Rআahul) ফিরে আসা প্রায় নিশ্চিত৷ এই সিরিজে তিনি সহ অধিনায়কও৷ তিনি বোনের বিয়ের জন্য সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেননি৷ তিনি দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে দলে ফিরছেন৷ প্রথমে মনে হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর বিশ্রামে গেছেন মনে করা হয়েছিল কিন্তু ক্রিকইনফোর মতে রাহুল বোনের জন্য ছুটি নিয়েছেন৷
advertisement
আরও পড়ুন - World Cancer Day: ONCO সারভাইভারদের মনোবল বাড়িয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল কলকাতা
দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে খেলার শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ার কোভিড ১৯ - আক্রান্ত হয়েছেন৷ তাই এঁরা কেউই ভারত বনাম ওয়েস্টইন্ডিজ একদিনের সিরিজ খেলা হবে না৷ তাঁরা ছাড়া যুব ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে পাওয়া যাবে না৷ তিনি করোনা সংক্রমিত তৃতীয় ক্রিকেটার৷ ইশান কিষাণ দ্বিতীয় ওয়ানডে-তে রোহিতের সঙ্গে জুটি বাঁধা মুশকিল কারণ কে এল রাহুল দ্বিতীয় ম্যাচে খেলবেন৷ কেএল রাহুল দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজে তৃতীয় একদিনের ম্যাচে অধিনায়কের সঙ্গে ওপেনিং জুটিতে ফিরবেন৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ০-৩ হেরেছিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 1:20 PM IST