#মুম্বই: লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) খুব অল্প বয়সে কেরিয়ার শুরু করেছিলেন৷ লতা মঙ্গেশকর নিজের ভাই ও বোনেদের তত্ত্বাবধানের জন্য একেবারে অল্প বয়সে পেশাদার ভাবে গান গাইতে শুরু করেন৷ নিজের কেরিয়ার থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি নিজের ভাই-বোনদের বড় করে তুলতে শুরু করেন৷ এইভাবে ভাইবোনদের প্রতিপালন ও সংসারের খেয়াল রাখতে গিয়ে কখনও নিজের জীবনে বিয়ে করে সংসারী হননি৷
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ি লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar) জীবনও প্রেম এসেছিল তাও একেবারে চুটিয়ে নিখাদ গভীর ভালোবাসা৷ কারণ যাঁর সঙ্গে তাঁর নাম যুক্ত হয়েছিল তিনি লতা মঙ্গেশকরকে বিয়ে না করতে পারার জন্য আজীবন বিয়েই করেননি৷ এই ব্যক্তি হলেন বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর (Raj Singh Dungarpur)৷ রাজ সিং দুঙ্গারপুর ও লতা কোনওদিনও বিয়ে করেননি৷
রাজ সিং দুঙ্গারপুর (Raj Singh Dungarpur) রাজস্থানের রাজ পরিবারের সদস্য৷ তাঁর বাবা চাননি তাঁদের পরিবারে রাজ ঘরনা ছাড়া অন্য কোনও কেউ বউ হয়ে আসুক৷ তাঁর মতে লতা মঙ্গেশকরের মতো সাধারণ পরিবারের মেয়ে তাঁদের পরিবারের পুত্রবধূ হন৷ রাজ সিং দুঙ্গারপুরের বাবা-র নাম ছিল মাহারওয়াল লক্ষ্মণ সিংজি৷ লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের কাছের বন্ধু ছিলেন তিনি৷ এমনকি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি রাজ সিং লতাকে মিঠ্টু নামে ডাকতেন৷
সে সময় একাধিক সংবাদমাধ্যমে লতা মঙ্গেশকর ও রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে লেখালেখিও হয়েছিল৷ রাজ ও লতা একে অপরকে বিয়ে করবেন ঠিক করেছিলেন৷ কিন্ত রাজ সিং দুঙ্গারপুরের বাবা সেই ভাবনায় জল ঢেলে দেয়৷ বাবার সিদ্ধান্ত মেনে নেন রাজ সিং দুঙ্গারপুর৷ কিন্তু দুজনেই নিজের পরিবারকে জানিয়ে দেন আর কাউকে কোনওদিনও বিয়ে করবেন না তাঁরা৷