Allan Donald on Virat Kohli : বিরাটের শতরান আর বেশি দূরে নেই! একদম নিশ্চিত অ্যালান ডোনাল্ড
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Virat Kohli not invincible but will score big runs for sure says Allan Donald. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুটো ম্যাচের একটিতে বিরাটের শতরান দেখছেন ডোনাল্ড
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার মনে করেন প্রথম ম্যাচে ভারত হেরে গেলেও ব্যাট হাতে বিরাট কোহলির ৫১ রানের ইনিংস তার বড় রানে ফেরার ইঙ্গিত। বিরাট অপরাজেয় মনে করেন না ডোনাল্ড। কিন্তু আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মানতে দ্বিধা নেই তার। তাই মাত্র তিনটি বাউন্ডারি দিয়ে বিরাটের ইনিংস সাজানো হলেও, ডোনাল্ড নিশ্চিত যেভাবে তিনি এগোচ্ছিলেন তাতে স্পষ্ট হিসেব কষে ক্রিজে ছিলেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক।
advertisement
advertisement
শামসির বলে সুইপ মেরে আউট না হলে হয়তো শতরান পেয়ে যেতেন। তবে রাবাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকার বোলাররা যে লাইন এবং লেন্থ ব্যবহার করে বল করেছেন, তার প্রশংসা করেন ডোনাল্ড। বিরাট বা বাকি ভারতীয় ব্যাটসম্যানদের সহজে শট খেলার জায়গা দেননি লুঙ্গি, মার্করাম, মহারাজ, মার্কো জেনসেনরা। প্রতিটা রান করার জন্য পরিশ্রম করতে হয়েছে ভারতীয়দের।
advertisement
তবে অ্যালান ডোনাল্ড মনে করেন যেকোনো বড় ব্যাটসম্যান খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। অতীতে সচিন, লারা, রিকি পন্টিংদের খারাপ সময় গিয়েছে। আধুনিক ক্রিকেটে স্টিভ স্মিথ, জো রুটরাও ব্যর্থ হয়েছেন। ফের ছন্দে ফিরেছেন। বিরাটকে দেখে তিনি নিশ্চিত প্রায় দু'বছর ধরে না পাওয়া শতরান খুব তাড়াতাড়ি করে ফেলবেন কোহলি। হয়তো বাকি দুটো ম্যাচের মধ্যে একটিতে চলে আসতে পারে সেই শতরান।
advertisement
কিন্তু সিরিজ জয়ের ব্যাপারে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত লড়াই করবে নিশ্চিত সাদা বিদ্যুৎ নামে পরিচিত প্রাক্তন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার। পাশাপাশি ভারত খালি হাতে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে চাইবে না জানেন ডোনাল্ড। তাই শেষ দুটি ম্যাচ প্রচন্ড লড়াই হবে মনে করেন তিনি। ভারতের মিডল অর্ডার যদি সামলে নিতে পারে তাহলে দক্ষিণ আফ্রিকা পাল্টা চাপে পড়তে পারে বলছেন ডোনাল্ড।
advertisement
উল্লেখ্য আর এক দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডস জানিয়েছিলেন অধিনায়কত্বের ঝামেলা সরে গিয়ে এখন বিরাট কোহলি অনেক বেশি খোলা মনে ব্যাট করবে। এটাই চিন্তা দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে সেই ইঙ্গিত দিয়েছেন বিরাট। ভারতীয় সমর্থকরা আশাবাদী কিং কোহলির ব্যাটেই শেষ দুটি ম্যাচে বিজয়ীর হাসি হাসবে ভারত। খালি হাতে ফিরবে না রামধনুর দেশ থেকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 4:09 PM IST