IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই ঘিরে চাঞ্চল্য, রো-কো ধুয়ে দিয়েছে প্রোটিয়াদের, নোট করে নিন কবে-কোথায় ফের খেলবেন রোহিত-কোহলি

Last Updated:

প্রথম ওয়ানডেতে তো সাউথ আফ্রিকাকে ধুয়ে দিল, পরের ম্যাচে কবে খেলতে নামবে রোহিত শর্মা আর বিরাট কোহলি, নোট করে রাখুন তারিখ

রোহিত - বিরাট ফের খেলতে নামবেন কবে
রোহিত - বিরাট ফের খেলতে নামবেন কবে
কলকাতা:  ভারত বনাম  দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় ওডিআই নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে৷  টেস্ট সিরিজে বড় হারার পর ভারতীয় দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে দারুণ জয় দিয়ে শুরু করেছে। আর বিরাট-রোহিতের জোড়া ধামাকা পারফরম্যান্সে ভর দিয়ে ফের একবার খেলা ঘুরে গেছে৷  বিরাট কোহলি আর রোহিত শর্মা ফিরে আসায় দলটা আরও শক্তিশালী হয়েছে আর তার পজিটিভ ভাইব ছুঁয়ে গেছে সকলকেই৷ বিরাট রাঁচি ওয়ানডেতে শতক করেছে আর রোহিত ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড করেছে। পরের ওয়ানডে হবে রায়পুরে ৩ ডিসেম্বর।
টেস্ট সিরিজে ঘরে সাউথ আফ্রিকার কাছে বড় হারের ধাক্কার পর ওয়ানডে সিরিজে Team India জোরদার কামব্যাক করেছে। বিরাট কোহলি আর রোহিত শর্মা আসার সঙ্গে সঙ্গে পুরো পরিবেশ বদলে গেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরু ভারত দারুণ জয় দিয়ে করেছে। কোহলি শতক করেছে আর রোহিত ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এখন সিরিজে ১-০ এগিয়ে থাকার পর লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজের নামে করার। ৩ ডিসেম্বর রায়পুরে রোহিত শর্মা আর বিরাট কোহলি আবার অ্যাকশনে থাকবে।
advertisement
advertisement
৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-র শহর রাঁচিতে হয়েছে। বিরাট কোহলির শতক আর রোহিত শর্মার ৫৭ রান, তারপর অধিনায়ক কেএল রাহুলের হাফ সেঞ্চুরির জোরে ভারত ৮ উইকেটে ৩৪৯ রান তুলেছে। Kuldeep Yadav-এর মারাত্মক বোলিংয়ের জন্য দলটা সাউথ আফ্রিকাকে ৩৩২ রানে অলআউট করে ১৭ রানে ম্যাচ জিতেছে।
advertisement
কবে হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
রাঁচির ম্যাচ জেতার পর ভারতীয় দল রায়পুর আর তারপর বিশাখাপত্তনমে খেলতে নামবে। এই সিরিজের জন্য কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে, কারণ শুভমান গিল আর শ্রেয়স আইয়ার  চোটের জন্য দলে নেই। গিলের ঘাড়ে চোট রয়েছে, আর আইয়ার অস্ট্রেলিয়া সফরে ইন্টারনাল ব্লিডিংয়ের চোটের পর রিহ্যাবিলিটেশনে আছে। আগের সফর থেকে বাইরে থাকা ঋষভ পন্থ দলে ফিরছে।
advertisement
কোথায় হবে IND vs SA ODI সিরিজের লাইভ টেলিকাস্ট
ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সম্প্রচার Star Sports Network-এ হচ্ছে। রায়পুরে হওয়া ম্যাচ দুপুর ১.৩০টা থেকে শুরু হবে। ক্রিকেট ফ্যানরা ম্যাচের লাইভ স্ট্রিমিং Jio Hotstar অ্যাপ আর ওয়েবসাইটেও দেখতে পারবে।
ভারতের ওয়ানডে দল
ভারত: কেএল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন পন্থ, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল,  বিরাট কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণা, তিলক ভর্মা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, রতুরাজ গায়কোয়াড় অর্শদীপ সিং, ধ্রুব জুরেল
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই ঘিরে চাঞ্চল্য, রো-কো ধুয়ে দিয়েছে প্রোটিয়াদের, নোট করে নিন কবে-কোথায় ফের খেলবেন রোহিত-কোহলি
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ?
  • জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে !

  • সব জেলাতেই কুয়াশা,

  • কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement