RO-KO: বিরাটের দিদি-র এ কী কান্ড, রোহিতের ফটোতে লিখে ফেললেন ‘IYKYK’, কাকে কী বোঝাতে দিলেন বার্তা

Last Updated:

'IYKYK': Virat Kohli-র দিদি রহস্যময় পোস্টে Rohit Sharma-কে নিয়ে চর্চা

বিরাট -রোহিতের ফটোতে বিরাটের দিদি-র ক্রিপটিক পোস্ট
বিরাট -রোহিতের ফটোতে বিরাটের দিদি-র ক্রিপটিক পোস্ট
কলকাতা: রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআইতে বিরাট কোহলি (Virat Kohli) আর রোহিত শর্মা (Rohit Sharma) আবারও দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে ভারতকে ১৭ রানে জিতিয়েছেন৷  সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে, কারণ আবারও এই দুই সেরা হোয়াইট-বল ক্রিকেটার দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে জিতিয়েছেন। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার গত মাসের অস্ট্রেলিয়া সফরের শেষ ODI-র ফর্ম ধরে রেখেছেন আর এবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন, যার ফলে ভারত তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল।
কোহলি আর রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ এই দুই তারকা বয়সে বড় হয়ে গেছেন আর ২০২৭ একদিনের বিশ্বকাপে তাদের থাকা নিশ্চিত নয়। দুজনেই টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, এখন শুধু একটাই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন।
advertisement
advertisement
তবে, ভারতের শেষ দুইটা ODI-তে যেভাবে তারা খেলেছেন, তাতে তাদের সমর্থকরা বলছেন, যদি তারা ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকেন, তাহলে বিশ্বকাপ দলে তাদের নেওয়া নিয়ে কোনও সন্দেহ থাকার কথা না।
সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা রোহিত আর কোহলির সমালোচকদের আক্রমণ করছেন। শোনা যাচ্ছে, BCCI সিনিয়র প্লেয়ার আর টিম ম্যানেজমেন্টের মধ্যে কমিউনিকেশন গ্যাপ মেটাতে জরুরি মিটিং ডাকতে পারে।
advertisement
এই পরিস্থিতিতে, কোহলির দিদি ভাবনা কোহলি ধিংরা সোশ্যাল মিডিয়ায় বিরাট আর রোহিতের ছবি দিয়ে রহস্যময় পোস্ট করেছেন।
তিনি ছবির ক্যাপশনে লিখেছেন ‘IYKYK’, যার মানে “If You Know, You Know” – ইন্টারনেটের জনপ্রিয় শব্দ, যা সাধারণত কারো বোঝার জন্য ব্যবহার হয়।
বিরাট-রোহিতকে নিয়ে IFYKYK লিখলেন ভাবনা কোহলি
advertisement
বিরাট-রোহিতকে নিয়ে IFYKYK লিখলেন ভাবনা কোহলি
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা Instagram Story-টা নিয়ে নানা রকম জল্পনা করছেন।
advertisement
কোহলি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন – ওর ODI কেরিয়ারের ৫২তম – আর রোহিত ঝকঝকে হাফ-সেঞ্চুরি করেছেন, দুজনে মিলে দ্বিতীয় উইকেটে শতরান পার্টনারশিপ গড়ে ভারতকে ৫০ ওভারে ৩৪৯/৮-এ পৌঁছে দিয়েছেন JSCA International Stadium-এ রবিবার।
advertisement
দক্ষিণ আফ্রিকা ভারতকে ভালই চ্যালেঞ্জ দিয়েছিল, কিন্তু শেষে ৪৯.২ ওভারে ৩৩২ রানে অলআউট হয়ে যায়, যেখানে কুলদীপ যাদব (৪/৬৮) আর হর্ষিত রানা (৩/৬৫) দারুণ বল করেছেন। ভারত দ্বিতীয় ODI-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বুধবার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RO-KO: বিরাটের দিদি-র এ কী কান্ড, রোহিতের ফটোতে লিখে ফেললেন ‘IYKYK’, কাকে কী বোঝাতে দিলেন বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ?
  • জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে !

  • সব জেলাতেই কুয়াশা,

  • কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement