IND vs SA: ভারতের সামনে ৫৪৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট, কোনও চমৎকারই ভরসা গম্ভীরদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: কোনও অলৌকিক ঘটনা না ঘটলে গুয়াহাটি টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা নেই তা এক প্রকার পাকা। উল্টে ভারতের সামনে এখন ম্যাচ বাঁচানোর লডাই।
কোনও অলৌকিক ঘটনা না ঘটলে গুয়াহাটি টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা নেই তা এক প্রকার পাকা। উল্টে ভারতের সামনে এখন ম্যাচ বাঁচানোর লডাই। কারণ প্রথম ইনিংসের বিরাট লিডের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ভারতকে ৫৪৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা। ২৬০ রানে ৫ উইকেটে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে টেম্বা বাভুমার দল।
তৃতীয় দিনে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৮৯ রান তাড়া করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায়। যশস্বী জসওয়াল ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কেউ লড়াই করতে পারেনি। যার ফলে ২৮৮ রানের বিশাল লিড পায় প্রোটিয়ারা। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচের ভাগ্য তখনই অনেকটা স্থির হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল বিনা উইকেটে ২৬।
advertisement
চতুর্থ দিনে ভারতীয় ক্রিকেট প্রেমিরা আশা করেছিল যদি, কম রানের মধ্যে প্রোটিয়াদের অলআউট করতে পারে বোলাররা, তাহলে ক্ষীণ আশা থাকলেও থাকতে পারে। কিন্তু চতুর্থ দিনেও সফল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। ট্রিস্টান স্টাবসের ৯৪ রানের ইনিংসের সৌজন্যে ২৬০-এ পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া টনি ডি জর্জি ৪৯, রায়ান রিকলটন ও উইয়ান মল্ডার ৩৫ করে রান করেন। এইডেন মার্করাম করেন ২৯ রান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে কবে ভারত-পাকিস্তান ম্যাচ? টিম ইন্ডিয়ার অন্যান্য ম্যাচ কবে-কোথায়? রইল তথ্য
প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড ও দ্বিতীয় ইনিংসে ২৬০ রানের সৌজন্যে ভারতকে ৫৪৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে ভারতীয় ব্যাটারা ম্যাচ বাঁচাতে পারেন কিনা এখন সেটাই দেখার। যদিও কাজটা সহজ নয়। ফলে প্রোটিয়াদের সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 3:21 PM IST

