Mamata Banerjee on SIR in West Bengal: 'ভয় পাবেন না, একজনের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে', SIR বিরোধী সভায় হুঙ্কার মমতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee on SIR in West Bengal: এসআইআর নিয়ে আতঙ্কিত বঙ্গবাসীতে সভা থেকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে কেউ ভয় পাবেন না। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে।'
বনগাঁ: কপ্টার সংস্থার লাইসেন্সে সমস্যা। তাই এসআইআর বিরোধী কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে বনগাঁ গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বনগাঁর ত্রিকোণ পার্কে এসআইআর-বিরোধী সভায় বক্তৃতা শুরু করেই এই বিষয়ে মুখ খোলেন তিনি। তোপ দাগেন বিজেপিকে।
এসআইআর নিয়ে আতঙ্কিত বঙ্গবাসীতে সভা থেকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে কেউ ভয় পাবেন না। ভয় পাবেন না। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে। একটা লোকের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। যা পেয়েছিলে তা শুন্যে নামিয়ে আনব।’
আরও পড়ুন: বাংলায় শুরু শীতের হাওয়ার নাচন, কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে নামল পারদ! ওয়েদার আপডেট
বিজেপিতে তোপ দেখে মমতার দাবি, ‘বাংলাকে ভালবাসে না, তাই মণীষীদের অপমান করে। আমি বাংলাদেশি ভাষায় কথা বলি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক। সারা দেশ দখল করেছে। বাংলা দখল করতে চাও! কিন্তু এখানে জনগণের আদালতে হবে বন্দি। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দেবে। তাই সতর্ক করছি বিজেপি দলকে। ভয় দেখাবেন না, আতঙ্ক ছড়াবেন না।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘জুবিন গর্গকে খুন করা হয়েছে’, দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে অসম বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
বনগাঁয় এসআইআর বিরোধী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘এই দেশে থেকে প্রমাণ করতে হবে, আমি এই দেশের নাগরিক কিনা? জেনুইন ভোটার বাদ গেলে, ছেড়ে কথা বলব না’। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরে মতুয়াদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েক জন আত্মঘাতী হওয়ার অভিযোগও উঠেছে। এই নিয়ে মতুয়া অনুগামীদের নিয়ে অনশনে বসেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on SIR in West Bengal: 'ভয় পাবেন না, একজনের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে', SIR বিরোধী সভায় হুঙ্কার মমতার

