India vs South Africa, 1st Test Day 3: শামি, সিরাজদের বোলিং দাপটে চা বিরতির আগেই ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

Last Updated:

IND vs SA 1st Test Shami and Siraj brilliant spell takes 5 wickets before Tea. চা বিরতির আগে শামি, সিরাজদের পাল্টা ধাক্কা দক্ষিণ আফ্রিকাকে

শামি, সিরাজদের পাল্টা ধাক্কা দক্ষিণ আফ্রিকাকে
শামি, সিরাজদের পাল্টা ধাক্কা দক্ষিণ আফ্রিকাকে
দক্ষিণ আফ্রিকা - ১০৯/৫
চা বিরতি পর্যন্ত
#জোহানেসবার্গ: ক্রিকেট কেন মহান অনিশ্চয়তার খেলা সেটা বোঝার জন্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আজকে, অর্থাৎ তৃতীয় দিন সকালে খেলাটা দেখলেই উত্তর পাওয়া যাবে। তাসের ঘরের মতো ভারতের ইনিংস গুটিয়ে যাবে কে ভাবতে পেরেছিল? সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ব্যাটিং বিপর্যয়ে মুখে পড়ল ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৭২। লোকেশ রাহুল ১২২ ও অজিঙ্ক রাহানে ৪০ রানে অপরাজিত ছিলেন।
advertisement
advertisement
দ্বিতীয় দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর আজ প্রথম ঘণ্টাতেই ৬ উইকেট হারায় বিরাট কোহলির দল। এরপর ৩২৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৬ উইকেট নিলেন লুঙ্গি এনগিডি। আজ দিনের চতুর্থ ওভারের শেষ বলে আউট হন লোকেশ রাহুল। কাগিসো রাবাডার বলে তিনি কট বিহাইন্ড হন ১২৩ রানে। দিনের সপ্তম ওভারের চতুর্থ বলে ফেরেন অজিঙ্ক রাহানে। ৯টি চারের সাহায্যে তিনি ১০২ বলে ৪৮ রান করে লুঙ্গি এনগিডির বলে কট বিহাইন্ড হন।
advertisement
২৯১ রানে পড়ে পঞ্চম উইকেট। সেখান থেকে ৩০৮ রানে নবম উইকেট হারায় ভারত। মাত্র ১২ রানের ব্যবধানে পড়ে চার উইকেট। সুনীল গাভাসকরের মতে, রাহুল বা রাহানে আর কয়েকটা ওভার কাটাতে পারলেই খেলার ফল অন্যরকম হতে পারতো। কেন না, ছন্দ ফিরে পাওয়া সহজ নয়, উইকেটে থিতু হওয়াটা জরুরি। অন্যদিকে, বোলারদের হাল্কা যদি চোট বা ক্লান্তি প্রথম দিনের শেষে থেকেও থাকে, তা সেরে ওঠার পর্যাপ্ত সময় তাঁরা পেয়েছেন গতকাল খেলা না হওয়ায়।
advertisement
তবে অলআউট হওয়ার পর বল করতে নেমে ভারতীয় বোলাররা কেমনভাবে পাল্টা জবাব দেন সেটাই দেখার ছিল। বুমরাহ, সিরাজ দুর্দান্ত শুরু করলেন। অধিনায়ক এলগার এক রান করে বুমরাহর বলে ফিরে গেলেন উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে। তারপর মহম্মদ শামি ফিরিয়ে দিলেন পিটারসেন (১৫) এবং মার্করামকে (১৩)। দুটোই স্বপ্নের ডেলিভারি। দুটোই বোল্ড। ব্যাটসম্যানরা বলের লেট মুভমেন্ট ধরতে পারেননি।
advertisement
ভ্যান ডের দুসেনকে ফিরিয়ে দিলেন সিরাজ। স্লিপে অনবদ্য ক্যাচ দিলেন অজিঙ্কা রাহানে। তবে বাভুমা এবং কুইন্টন ডি কক কিছুটা লড়াই করলেন। উইকেটে পড়ে থাকলেন। বলের মেরিট বুঝে খেলার চেষ্টা করলেন। তবে ভারতের পক্ষে চিন্তার খবর গোড়ালিতে চোট পেলেন জসপ্রীত বুমরাহ। বল করার সময় ফলো থ্রু তে তার ডান পা মচকে যায়। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান।
advertisement
ফিজিওর সঙ্গে সময় কাটাতে দেখা যায় বুমরাহকে। গ্যালারিতে উঠে নেমে দেখার চেষ্টা করছিলেন কতটা ব্যথা লাগছে। তবে সিরাজ চা বিরতির আগে পর্যন্ত একটি উইকেট পেলেও দুর্দান্ত কিছু বল করলেন।
পরের দিকে বিরাট কোহলি আক্রমণে আনলেন অশ্বিনকে। লক্ষ্য ছিল বাঁহাতি কুইন্টন ডি কককে তুলে নেওয়া। তবে এই দুজন প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে ৬০ রানের ওপর পার্টনারশিপ গড়লেন। দলের রান একশো পার করলেন।কিন্তু শার্দুল ঠাকুরের বলে কভারে খেলতে গিয়ে প্লেড অন হলেন ডি কক (৩৪)। গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে গেল ভারত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa, 1st Test Day 3: শামি, সিরাজদের বোলিং দাপটে চা বিরতির আগেই ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement