IND vs PAK: বিতর্কের মাঝেই 'কাপ' নিয়ে ছবি বরুণের, পাকিস্তানের 'মুখে ঝামা ঘষে' দিলেন ভারতীয় তারকা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারত এক রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে তাদের ৯ম এশিয়া কাপ জেতে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারত এক রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে তাদের ৯ম এশিয়া কাপ জেতে। পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি উল্টে চাপের মধ্যেও নিজেদের সেরাটা দেয় টিম ইন্ডিয়া।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই জয়ের পর নিজের স্বভাবসিদ্ধ মজাদার স্টাইলে সেলিব্রেশন করেন। তিনি তার এক্স অ্যাকাউন্টে একটি খালি চায়ের কাপ হাতে নিজের ছবি পোস্ট করেন এবং লেখেন, “পুরো দুনিয়া এক দিকে আর আমার ভারত একদিকে। জয় হিন্দ!!” এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি একইভাবে সেলিব্রেশন করেছিলেন।
তবে এবারের এশিয়া কাপের ফাইনালে ট্রফি বিতরণ অনুষ্ঠানে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। মঞ্চে উপস্থিত হলে ভারতীয় খেলোয়াড়রা তার সঙ্গে দাঁড়াতে অস্বীকৃতি জানান।
advertisement
advertisement
ফলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অস্বাভাবিকভাবে বিলম্বিত ও তাড়াহুড়োয় শেষ হয়। বিতর্ক আরও বাড়ান মহসিন নকভি। তিনি ট্রফি ও জয়ী দলের মেডেল নিয়ে চলে যান। বিসিসিআই পরে জানায়, নকভি ট্রফি এবং মেডেল নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন, যা ভারতের জন্য ছিল। এটি খেলাধুলার সৌজন্যতার পরিপন্থী বলে মনে করে ভারতীয় বোর্ড।
” Akkha duniya ek taraf, aur mere india ek taraf ” 🇮🇳🙂
Jai hind !!! 🇮🇳 pic.twitter.com/FmjhkPMUaf— Varun Chakaravarthy🇮🇳 (@chakaravarthy29) September 29, 2025
advertisement
এ ঘটনায় বিসিসিআই গভীর অসন্তোষ প্রকাশ করেছে এবং আইসিসি-র পরবর্তী সভায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই মনে করছে, একজন প্রতিযোগী দেশের মন্ত্রী ও বোর্ড সভাপতি হওয়া সত্ত্বেও এই ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রিকেটের শিষ্টাচার ভঙ্গ করে।
advertisement
ভারতীয় খেলোয়াড়রা যদিও ট্রফি হাতে না পেলেও, মাঠে এবং মাঠের বাইরে নিজেদের অনন্য পারফরম্যান্স এবং উদযাপন দিয়েই জয়কে স্মরণীয় করে তুলেছেন। বরুণ চক্রবর্তীর ‘অদৃশ্য ট্রফি’ উদযাপন ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ভাইরাল হয়েছে। যা পাকিস্তানকে যোগ্য জবাব হিসেবে দেখছেন ভারতীয় ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2025 6:37 PM IST