Turning Point: মাত্র ছ'টা বল! নিউজিল্যান্ডকে একেবারে পথে বসিয়ে দিল, ৬ দিন আগেই সিরিজের বড় ফয়সালা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Turning Point: মাত্র ৬ টা বলে ঘুরে গেল পুরো ম্যাচের মোড়...
কলকাতা: ৬ টি বল বদলে দিল পুরো ম্যাচের নকশা! ওয়ানডে সিরিজ হারের পর, টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত প্রতিশোধ নিল ভারতীয় দল। রবিবার, ২৫ জানুয়ারি পাঁচ ম্যাচের সিরিজে টানা তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য লিড নেয়।
রবিবার টস জিতে ভারত নিউজিল্যান্ডকে ১৫৩ রানে সীমাবদ্ধ রাখে। এরপর, অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদবের দারুণ ধামাকা ব্যাটিংয়ে ১০ ওভারে ম্যাচ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের জয়ও নিশ্চিত করে নেয়। এমনকি যদি কিউইরা পরবর্তী দুটি ম্যাচ জিততেও পারে, তবুও তারা ট্রফি নিতে পারবে না। অভিষেক শর্মা এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, মাত্র ছয় বলে ২২ রান করেন৷
advertisement
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দু’টি ম্যাচ হারের পর, ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ড আরেকটি লজ্জাজনক হারের মুখোমুখি হল তারা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
advertisement
প্রথম দুই ওভারে হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া উইকেট নেন। এরপর জসপ্রীত বুমরাহ এসে প্রথম বলেই উইকেট নেন। নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ১১২। অধিনায়ক মিচেল স্যান্টনার এসে কিছু রান যোগ করে স্কোর ৯ উইকেটে ১৫৩ রানে নিয়ে যান দলের স্কোরকে৷
advertisement
Fantastic striking on display in Guwahati 🤩
An unbeaten 💯-run partnership seals the chase for #TeamIndia!
Scorecard ▶️ https://t.co/YzRfqi0li2#INDvNZ | @IDFCFIRSTBank ️ pic.twitter.com/CuV4IxcnGh
— BCCI (@BCCI) January 25, 2026
advertisement
ছয় বলের মধ্যেই ম্যাচ বদলে গেল।
প্রথম ওভারের প্রথম বলেই ম্যাট হেনরির বলে সঞ্জু স্যামসন আউট হয়ে গেলে ভারতীয় দল ধাক্কা খায়। এরপর ইশান কিষাণ এসে ভাল ফর্ম দেখান, কিন্তু তিনিও ২৮ রান করে আউট হন। কিন্তু এরপরেই স্বাভাবিক ছন্দে চলতে থাকা ম্যাচটির মোড় ঘুরে যায়৷ বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান এখান থেকেই তাঁর আসল রূপ দেখিয়েছেন। ইনিংসের ষষ্ঠ ওভারে, পাওয়ার প্লে শুরু হওয়ার আগে, তিনি মাত্র ৬ বলে ২২ রান করেন। পঞ্চম ওভারে ভারতের স্কোর ৭২ রানে বেড়ে ৯৪ রানে পৌঁছায়। অভিষেক এই ওভারে জ্যাকব ডাফির বলে দুটি ছক্কা এবং দুটি চার মারেন।
advertisement
সিরিজের ফলাফল হয়ে গেল সিরিজ শেষের ৬ দিন আগে।
ভারতীয় দল ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলবে। ২৫ জানুয়ারি ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখতে পারত কিউইরা। কিন্তু অভিষেক শর্মা বোলারদের এমনভাবে আক্রমণ করেছিলেন যে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 8:45 AM IST









